BRAKING NEWS

অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানাল জমিয়তে উলামা

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : সোমবার জমিয়তে উলেমা-এ-হিন্দ-র পক্ষ থেকে শীর্ষ আদালতে রাম জন্মভূমি বিবাদ মামলায় একটি রিভিউ পিটিশন দায়ের হয়েছে। দলের পক্ষ থেকে এম সিদ্দিকী এই আবেদন করেছেন। জমিয়তে উলেমা ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের সিদ্ধান্তের পুনর্বিবেচনা চেয়ে ২১৭ পৃষ্ঠার এই আবেদনে জানিয়েছে।

দলের পক্ষ থেকে সিদ্দিকী আবেদনে দাবি করেছেন, গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের আদেশ স্থগিত রাখতে হবে, যেখানে আদালত রাম মন্দিরের পক্ষে এই বিতর্কিত জমি দেওয়ার রায় ঘোষণা করেছিল। আবেদনে আরও দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে মন্দির নির্মাণের জন্য আস্থা না তৈরি করার নির্দেশ দিয়েছে। জমিয়তের পক্ষে আইনি উত্তরাধিকারী হিসেবে মৌলানা সৈয়দ আসাদ রশিদী আবেদন দায়ের করেছেন।

গত ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায় দেয় সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। সর্বসম্মত রায়ে আদালত অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমিতে রাম মন্দির তৈরি হবে। মুসলিমদের বিকল্প ৫ একর জমি দিতে নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের এই রায়ে রাম মন্দির তৈরির পথে যাবতীয় বাধা কেটে গিয়েছে বলে দাবি বিজেপির। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গোগয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সংবিধান বেঞ্চ মুসলমানদের একটি বিকল্প স্থানে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশও দেয়। আদালত বলেছিল, এই বিতর্কিত জমিটি বর্তমানে কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করবে। কেন্দ্রীয় সরকার তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট গঠন করবে এবং মন্দিরটি নির্মাণের জন্য জমি দেবে।

আদালত তিন মাসের মধ্যেই সংশ্লিষ্ট দলগুলিকে জমি বরাদ্দের প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে পরস্পরের পরামর্শের নির্দেশ দিয়েছিল। আদালত বলেছিল, জমি বরাদ্দের পরে সুন্নি ওয়াকফ বোর্ড মসজিদটি নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *