বিনা অনুমতিতে সরকারি বিদ্যালয়ে এসএফআই-এর পোস্টার, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ সরকারি বিদ্যালয়ে সাংগঠনিক পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধের জেরে উত্তেজনা ছড়িয়েছে৷ তবে বিদ্যালয়ের প্রধানশিক্ষকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷


উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত অগ্ণিপাশা বালকমণি উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই তাদের রাজ্য সম্মেলনের বার্তা সংবলিত পোস্টার লাগিয়েছিল৷ তাতেই বিপত্তি দেখা দেয়৷ কারণ, বিনা অনুমতিতে বিদ্যালয়ে পোস্টার লাগিয়েছে এসএফআই, এই অভিযোগ তুলেছে ছাত্র সংগঠন এভিবিপি৷ তাদের দাবি, বাম জমানায় শাসক দলের প্রভাব খাটিয়ে এমন অনৈতিক কাজ এসএফআই আকছার করত৷


এভিবিপি কার্যকর্তা রঞ্জিত দাস বলেন, বিদ্যালয়ে যে-কোনও সাংগঠনিক পোস্টার লাগাতে হলে অনুমতি নেওয়া বাধ্যতামূলক৷ কিন্তু, এসএফআই আগের মতোই নিজের আচরণ বজায় রেখেছে, তোপ দাগেন তিনি৷ তিনি বলেন, বিদ্যালয়ের প্রধানশিক্ষক এ-বিষয়ে কিছুই জানেন না৷ কারণ, তিনি এসএফআইকে বিদ্যালয়ে পোস্টার লাগানোর অনুমতি দেননি৷


রঞ্জিত দাস জানান, আজ প্রধানশিক্ষকের হস্তক্ষেপে এসএফআই ওই সমস্ত পোস্টার খুলতে বাধ্য হয়েছে৷ অবশ্য, নিজেদের ভুল বুঝতে পেরেই পোস্টারগুলি খুলে নিয়েছে তারা৷ রঞ্জিত দাসের কথায়, বিদ্যালয়ের প্রধানশিক্ষক সমস্ত বিষয় জেনে এসএফআইকে শীঘ্র পোস্টারগুলি খুলে ফেলার নির্দেশ দেন৷ সেই মোতাবেক বিদ্যালয়ে সাঁটা পোস্টারগুলি খুলে ফেলেছে এসএফআই৷ তবে পার্শবর্তী কয়েকটি বিদ্যালয়েও এমন পোস্টার লাগিয়েছে এসএফআই৷ ওই পোস্টারগুলি খুলে ফেলার জন্য এসএফআই ১ দিনের সময় চেয়েছে, বলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *