বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া, পশ্চিমবঙ্গের ৩টি বিধানসভার উপনির্বাচনে গড়ে ভোট পড়ল ৭৫ দশমিক ৩৪ শতাংশ

কলকাতা, ২৫ নভেম্বর (হি.স): বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া রাজ্যে তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণই । করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার আক্রান্ত হওয়ার ঘটনা ছাড়া  আর কোথাও তেমন কোনও বড় গন্ডগোলের খবর নেই বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব । তিনি জানান, বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭৫  দশমিক ৩৪ শতাংশ । সন্ধ্যে ছটা পর্যন্ত ভোট নেওয়া হয়েছে বলে জানান তিনি ।

এদিন কালিয়াগঞ্জ-এ ভোট পড়েছে  ৭৭  দশমিক ১৭ শতাংশ । করিমপুরে  ৮১ দশমিক ২৩ শতাংশ । খড়গপুর ৬৭ দশমিক ৬২  শতাংশ মানুষ ভোট দিয়েছেন । কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মধ্যেই এদিন করিমপুর, কালিয়াগঞ্জ এবং‌ খড়্গপুরে ভোটগ্র হণ হয় । তার মধ্যেই সকাল সাড়ে ১১টা নাগাদ করিমপুরের পিপুলখোলার গিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে যান জয়প্রকাশ । সেখানে তাঁর উপর চড়াও হয় একদল দুষ্কৃতী । পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সামনেই এলোপাথাড়ি লাথি, কিল, চড় মারা হয় তাঁকে । এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতৃত্ব । তৃণমূলের লোকজনই জয়প্রকাশের উপর হামলা করেছে বলে দাবি বিজেপির । বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে তারা। যদিও তৃণমূলের নেতারা এই অভিযোগ  উড়িয়ে দিয়েছেন । জয়প্রকাশ মজুমদার ‘নাটক’ করছেন বলে পাল্টা দাবি করেছেন করিমপুরের তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় ।

করিমপুরের মত অপ্রীতিকর ঘটনা না ঘটলেও, নির্বাচন চলাকালীন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের থাকা নিয়ে রাজনৈতিক তরজা চরমে ওঠে খড়্গপুরে । বেআইনি ভাবে দিলীপ ঘোষ খড়্গপুরে রয়েছেন বলে অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার । তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানায় কংগ্রেসও । যদিও দিলীপ ঘোষের দাবি, মহকুমাশাসকের অনুমতি নিয়েই খড়্গপুরে রয়েছেন তিনি । কিন্তু তাঁর দাবি খারিজ করে মহকুমাশাসকের দফতর । বলা হয়, দিলীপ ঘোষ চিঠি দিয়েছিলেন বটে । কিন্তু তাঁকে খড়্গপুরে থাকার অনুমতি দেওয়া হয়নি । গোটা ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ।
অন্যদিকে, খড়্গপুর কলেজ চত্বরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও সেখানে তৃণমূল বুথ জ্যাম করেছে বলে অভিযোগ তোলে বিজেপি । খড়্গপুরেই একটি বুথে ভোটকক্ষে আয়না লাগিয়ে কে কোন বোতাম টিপছেন, তাতে নজরদারি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । যদিও পরে দেখা যায় আয়না নয়,  দেওয়ালে কাঁচ লাগানো থাকায় কে কোন বোতাম টিপছেন তা দেখা যাচ্ছিল । এরপর ওই দেওয়াল চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়।  এই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ।

কালিয়াগঞ্জে আবার ভোটকক্ষে ঢুকে স্ত্রীকে কোন বোতাম টিপতে হবে দেখিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকারের বিরুদ্ধে । স্ত্রী ভোট দিতে ঢুকলে ইভিএম যন্ত্রের কাছে চলে আসেন কমলচন্দ্র সরকার । কোন বোতাম টিপতে হবে দেখিয়ে দেন । এই নিয়ে তৃণমূল তীব্র প্রতিবাদ করলেও কমলচন্দ্র সরকার জানান, বরাবর স্ত্রীকে সঙ্গে নিয়ে এই ভাবেই ভোট দিয়েছেন তিনি ।  এই ঘটনায় ওই বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *