জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ তাঁর ৪৯-তম জন্মদিন৷ প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী সাংসদরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীও তাঁর মঙ্গল কামনা করে বার্তা পাঠিয়েছেন৷ রাজ্যের আইন দফতরের মন্ত্রী-সহ বিধায়করাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ বিজেপি প্রদেশ মহিলা মোর্চা তাঁর জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ, রক্তদান শিবিরের আয়োজন এবং অনাথ আশ্রমে শীতবস্ত্র দান করেছে৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন৷ গত রাতেই তিনি দিল্লিতে স্ত্রীর সাথে জন্মদিনের কেক কেটেছেন৷ আজ সকালে তিনি সস্ত্রীক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙের সাথে দেখা করেছেন৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন৷


এদিকে সকাল থেকেই তিনি জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করছিলেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সাফল্য ও মঙ্গল কামনা করেছেন তিনি৷ এছাড়া, কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল, স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান, নীতিন গডকড়ি, জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যসভার সদস্য আরকে সিনহা-সহ বিশিষ্টজনেরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷


এদিন ত্রিপুরায় বিজেপি মহিলা মোর্চা নানা আয়োজনের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেছে৷ মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী পাপিয়া দত্ত জানিয়েছেন, আজ সকালে ফায়ার বিগ্রেড চৌমুহনিতে ৪৯টি বৃক্ষরোপণ করা হয়েছে৷ তাছাড়া বিজেপির প্রদেশ সদর কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল৷ তিনি জানান, আজ ওই রক্তদান শিবিরে ৬৫ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন৷ তাঁদের মধ্যে ২০ জন মহিলা কর্মকর্তা ছিলেন৷ তিনি আরও জানান, ছিনাইহানিতে অনাথ আশ্রমের শিশুদের কম্বল, ফল এবং খাতা-কালম দেওয়া হয়েছে৷ বিজেপি প্রদেশ যুবমোর্চাও মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে৷