যান সন্ত্রাসে রক্তাক্ত রাজপথ, পৃথক স্থানে হত দুই, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ একই দিনে রাজ্যের পৃথক স্থানে যান সন্ত্রাসে রক্তে ভিজল রাজপথ৷ উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি এবং পশ্চিম ত্রিপুরা জেলার রানিরবাজারের মোহনপুরে আচার্যটিলা, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও দুজন৷


পুলিশ জানিয়েছে, উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়িতে সড়ক দুর্ঘটনায় শনিবার সকালে এক বাইক চালকের মৃত্যু হয়েছে৷ পাথর বোঝাই খুনি ডাম্পারকে আটক করেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, মৃতের নাম মৃণালকান্তি দে৷ তাঁর বাড়ি স্থানীয় নদীয়াপুর এলাকায়৷


চুড়াইবাড়ি থানার পুলিশ আধিকারিকের কথায়, টিআর ০৫ বি ৮৫৬৫ নম্বরের মোটর বাইক নিয়ে শনিছড়া থেকে চোরাইবাড়ির দিকে আসছিলেন মৃণালকান্তি৷ অন্যদিকে, ভারত পেট্রোলিয়াম থেকে পাথর বোঝাই একটি ডাম্পার জাতীয় সড়কে উঠছিল৷ তখনই বাইক চালককে চাপা দেয় পাথর বোঝাই ডাম্পার গাড়িটি৷ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইক চালক সঠিকভাবেই আসছিলেন৷ ডাম্পারের চালকের অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷


দুর্ঘটনার পর পরই স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন৷ দমকল বাহিনী এসে গুরুতর আহত বাইক চালক মৃণালকান্তি দেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন৷ ঘটনার খবর পেয়ে চোরাইবাড়ি থানার ওসি ঘটনাস্থলে ছুটে যান৷
চোরাইবাড়ি থানার ওসি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, পাথর বোঝাই ডাম্পার গাড়ির চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ গাড়িটির নম্বর টিআর ০১ এটি ১৭২৬৷ পুলিশ ঘটনাস্থল থেকে ডাম্পার গাড়ি ও বাইকটি উদ্ধার করেছে৷


এদিকে, রানিরবাজার মোহনপুরের আচার্যটিলা এলাকায় জাতীয় সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক বাইক আরোহীর মৃত্যু হয়৷ ঘটনাস্থল থেকে অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা অপর দুই গুরুতর আহত বাইক আরোহীকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন৷ মৃত বাইক আরোহীর নাম গোবিন্দ দেবনাথ৷ বয়স ৩৩ বছর৷ তাঁর বাড়ি মোহনপুর এলাকাতেই৷ দুই আহত বাইক আরোহী জেমস দেববর্মা এবং মণীশ দেববর্মার বাড়ি জিরানিয়ার কলাবাগান এলাকায়৷


প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, একটি কেটিএম এবং পালসার বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে৷ তবে কেটিএম বাইকটি দ্রুতগতিতে ছিল, এজন্যই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, বাইক দুটির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গেছে৷ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *