ইসলামাবাদ, ২২ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন। দুই নেতা পারস্পরিক বার্তালাপের পাশাপাশি আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও, আবারও কাশ্মীর প্রসঙ্গও উঠে আসে বলে জানা গিয়েছে। শুক্রবার এখবরে পাওয়া গিয়েছে।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/Donald-Trump-Imran-Khan.jpg)
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী ইমরান খান আলোচনার সময় দুই পশ্চিমী দেশে বন্দিদের মুক্তি সম্পর্কে উল্লেখ করেন এবং এটি তালিবান আফগানিস্তানের পক্ষে ইতিবাচক পদক্ষেপ হিসাবে বর্ণনা করেন। রাষ্ট্রপতি ট্রাম্পও এ জন্য তাঁকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী আবারও আফগানিস্তানের শান্তিতে তাঁর প্রতিশ্রুতি পুনরুদ্ধার করেছেন। দু’জন নেতা ভাগাভাগি উদ্দেশ্যে একসঙ্গে কাজ করার উপর জোর দিয়েছেন।
উল্লেখ্য, মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন হলেন আমেরিকার কেভিন কিং এবং অস্ট্রেলিয়ার টিমোথি উইকস। তালিবান জঙ্গিরা তাদের বন্দি করে। এই দুজনকে মুক্তি দিতে আফগান সরকারকে একজন তালিবান এবং দু’জন হাক্কানি নেটওয়ার্ক সন্ত্রাসী ছেড়ে যেতে হয়েছিল।
এরই মধ্যে ট্রাম্প কাশ্মীর নিয়ে তাঁর সালিশের প্রস্তাবের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী ইমরান তাকে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও অবহিত করেন।