সাত দফা দাবীতে শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটির ডেপুটেশন শ্রম কমিশনারকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর ৷৷ শ্রমজীবী মহিলাদের উপর নির্যাতন ও ছাঁটাই বন্ধ করা ও মজুরি বৃদ্ধি সহ ৭ দফা দাবিতে সিআইটিইউ শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে বুধবার শ্রম কমিশনারের কাছে ডেপুটেশান ও স্মারকলিপি প্রদান করা হয়৷ সিট্যুর রাজ্যনেত্রী পাঞ্চালি ভট্টাচার্য এবং প্রাক্তন সাংসদ তথা সিট্যু নেতা শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরাও আন্দোলন কর্মসূচিতে শামিল হন৷ শ্রমজীবী মহিলাদের মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কাশারিপট্টিস্থিত শ্রম কমিশনারের অফিসের সামনে এসে সমবেত হয়৷

এখানে বক্তব্য রাখতে গিয়ে নারীনেত্রী পাঞ্চালি ভট্টাচার্য বলেন, রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার কর্মসংস্থানের বদলে কর্মী ছাঁটাই করে চলেছে৷ মিড ডে মিল কর্মীদের ছাটাই করছে৷ ত্রিপুরায় বর্তমান সরকারকে আসাম সরকারের কাছ থেকে শিক্ষা নিয়ে কর্মী ছাঁটাই থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন নারীনেত্রী পাঞ্চালি ভট্টাচার্য, বেসরকারি সংস্থা মিড ডে মিল পরিচালনা করলে এবং রাজ্যে কোন ধরনের অঘটন ঘটলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি উল্লেখ করেন৷ শিক্ষামন্ত্রীকে শিক্ষা নিতে বলেন তিনি৷ অঙ্গনওয়াড়ি কর্মীদের হেনস্তা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন৷ কর্মস্থলে হেনস্তার প্রতিবাদে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিজেপি কর্মীদের কোন ধরনের নজরদারি বরদাস্ত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন৷ প্রত্যেক শ্রমজীবী নারীকে নূ্যনতম ২১ হাজার টাকা মাসিক মজুরি দেবার জোরালো দাবিও জানানো হয়েছে৷ দেশের ভয়ঙ্কর অর্থনৈতিক সঙ্কটের শিকার হচ্ছেন নারীরা বলেও উল্লেখ করেন পাঞ্চালি ভট্টাচার্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *