মুম্বই, ২০ নভেম্বর (হি.স.) : কংগ্রেস এবং এনসিপির সঙ্গে জোট করে সরকার গড়া প্রসঙ্গে এবার দলের অন্দরেই বিদ্রোহের মুখ পড়লেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/Uddhav-Thakrey.jpg)
কংগ্রেস এবং শিবসেনার সঙ্গে জোট করে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিবসেনার ১৭ জন বিধায়ক। বুধবার এই ১৭ বিধায়কদের ক্ষোভ কমানোর জন্য তাঁদের মাতুশ্রীতে ডেকে পাঠান উদ্ধব। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে এই সকল বিধায়ক পশ্চিম মহারাষ্ট্রের। বিধায়কদের ক্ষোভের কারণ আঁচ করতে পেরে তাদের নিজের বাসভবনে ডেকে পাঠান শিবসেনার বর্ষীয়ান নেতা মনোহর যোশী। এরপরে তাঁদের নিয়ে মাতুশ্রীতে পৌছন তিনি। সেখানেই চলে বৈঠক।
জানা গিয়ে হিন্দুত্ববাদের আদর্শকে ত্যাগ করে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোটে যেতে নারাজ এই বিধায়কেরা। তাদের দাবি হিন্দুত্বই হচ্ছে শিবসেনার মূল ভিত্তি। সেই ভিত্তিকেই যদি পরিহার করা হয়, তবে দলে ভবিষ্যত নিয়ে সন্দিহান হয়ে পড়েন তাঁরা। কংগ্রেস এবং এনসিপির উপরে যে কোনও ভাবে বিশ্বাস করা যায় না উদ্ধবের সঙ্গে বৈঠকে সেই কথা স্পষ্ট করে দেন বিক্ষুব্ধ বিধায়কেরা। এমনকি এনসিপি ও কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক আদর্শেরও অনেক ফারাক রয়েছে শিবসেনার।