BRAKING NEWS

দ্রব্যমূল্য বৃদ্ধি : বাজার পরিদর্শন এসডিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ বাজারে বর্তমানে পিঁয়াজ ও কাঁচা সব্জির মূল্য আঁকাশ ছুঁয়া৷ নিম্ন বিত্ত ও মধ্য বিত্তরা বাজারে গিয়ে নিজের পছন্দ মতো পর্যাপ্ত পরিমাণে পিঁয়াজ ও কাঁচা সবজি ক্রয় করতে পারছেন না অস্বাভাবিক দামের জন্য৷ এই অবস্থায় প্রশাসন বাজার গুলিতে নজরদারি চালাতে শুরু করেছেন৷ কিন্তু প্রশাসনের নজরদারির পরও বাজারে পিঁয়াজের মূল্য হ্রাস পাচ্ছেনা৷


সোমবার মহারাজগঞ্জ বাজারের পর মঙ্গলবার বটতলা বাজারে যান খোদ সদর মহকুমা শাসক৷ বাজারে কি দামে পিঁয়াজ ও কাচা সবজি বিক্রয় হচ্ছে তা নিজে প্রত্যক্ষ করেন৷ কথা বলেন বিক্রেতাদের সাথে৷ বিক্রেতাদের প্রতি আহ্বান জানান স্বাভাবিক মূল্যে পিঁয়াজ ও কাচা সবজি বিক্রয়ের জন্য৷ তিনি জানান পর্যাপ্ত পরিমাণে পিঁয়াজ মজুত রয়েছে৷ আতঙ্কের কোন কারন নেই৷ কেউ কৃত্রিম সঙ্কট সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এখনো পর্যন্ত মহারাজগঞ্জ বাজার ও বটতলা বাজারের ৭ জন ব্যবসায়ীকে শোকজ করা হয়েছে বলেও জানান সদর মহকুমা শাসক৷


তবে সদর মহকুমা শাসক অসিম সাহার বক্তব্য থেকে নতুন করে জনমনে প্রশ্ণ দেখা দিয়েছে৷ সদর মহকুমা শাসক জানান যথেষ্ট পরিমাণে পিঁয়াজ মজুত রয়েছে৷ প্রশ্ণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পিঁয়াজ বাজারে মজুত থেকে থাকলে কেন পিঁয়াজের মূল্য হ্রাস পাচ্ছে না? তাহলে কি পিঁয়াজ নিয়ে কালোবাজারি চলছে , নাকি রাজ্য থেকে পিঁয়াজ বাকা পথে পার্শবর্তী বাংলাদেশে চলে যাচ্ছে ? তবে উৎপাদনস্থলে পিঁয়াজের মূল্য কিছুটা বেশি তা ঠিক৷ উৎপাদনস্থলে পিঁয়াজের মূল্য হ্রাস পেলে রাজ্যেও পিঁয়াজের মূল্য হ্রাস পাবে তা সদর মহকুমা শাসকও স্বীকার করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *