জেল হেপাজতে টিএসআর অ্যাঃ কমান্ডেন্ট লকআপে কেন রাখা হল জানতে চাইল কোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ সাংবাদিক সুপীদ দত্ত ভৌমিক হত্যা মামলায় আটক টিএসআর দুই নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট স্বরুপানন্দ বিশ্বাসকে ৪ দিনের রিমান্ড শেষে সোমবার পুনরায় পশ্চিম জেলার মুখ্যবিচার বিভাগীয় আদালতে তোলা হয়৷


এদিন, স্বরূপানন্দ বিশ্বাসের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত এবং জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ আগামী ৩০ নভেম্বর তাকে পুনরায় আদালতে তোলার নির্দেশ দিয়েছে আদালত৷ তাছাড়া স্বরূপানন্দ বিশ্বাসকে কেন সিবিআই হেপাজতে না রেখে পুলিশ লকআপে রাখা হয়েছে তা আগামী ৩০ নভেম্বরের মধ্যে আদালতকে জানাতে বলেছেন বিচারক৷ স্বরুপান্দ বিশ্বাসের আইনজীবী মৃণালবাবু জানিয়েছেন, সিবিআই’র আইনজীবী আদালতকে বলেছেন স্বরূপানন্দ বিশ্বাসকে মূলত গ্রেপ্তার করা হয়েছে বোধজংনগর থানায় দায়ের করা এফআইআরের ভিত্তিতে৷


যদিও, এই এফআইআর মূলে গৃহীত মামলার তদন্ত করার জন্য রাজ্য সরকার ইতিপূর্বে সিট গঠন করেছিল৷ সেই সিট আদালতে চার্জশিটও দাখিল করেছে৷ চারজনের স্বাক্ষীও নেওয়া হয়েছে আদালতে৷ চলছে বিচার প্রক্রিয়া৷