ভূবনবনে বাড়িতে ঢুকে গুলি চালাল দুসৃকতীরা, ঘায়েল মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগতলা, ১৬ নভেম্বর৷৷ রাতের অন্ধকারে রাজধানীতে দুষ্কৃতীকারীদের দৌরাত্ম্য বাড়ছে৷ প্রায় প্রতিদিনই কোনও কোনও ঘটনায় সাধারণ জনগণ তাদের শিকার হচ্ছেন৷ শনিবার রাত ৮টা নাগাদ মধ্য ভুবনবন এক বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে দুষৃকতীরা৷

গুলীর আঘাতে গুরুতর আহত হন এক মহিলা৷ মহিলার নাম শিবানী সরকার ওরফে উমা সরকার৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি কার্তুজের খোল উদ্ধার করেছে৷ আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে৷ কী কারণে এই গুলী চালনার ঘটনা তা জানা যায়নি৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ রাত অবধি গ্রেপ্তারের খবর নেই৷
তবে একটি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পেছনে মাফিয়া গোষ্ঠী জড়িত রয়েছে৷ তবে কেন এই গুলি চালানোর ঘটনা তা জানা সম্ভব হয়নি৷ এলাকায় পুলিশের টহলদারী বাড়ানো হয়েছে৷ নানা জায়গায় তল্লাসী অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *