সর্বদলীয় বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.) : সোমবার সংসদে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। তার আগে শনিবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শীতকালীন অধিবেশন।
এদিনের সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরি, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টি আর বালু, বিএসপির দানীশ আলি, এলজেপির চিরাগ পাসওয়ান, এআইএমআইএমের আসাদউদ্দিন ওয়েইসি। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাবল।

উল্লেখ করা যেতে পারে আসন্ন শীতকালীন অধিবেশনে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে মুখর হতে পারে বিরোধীরা বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে শিবসেনার সূত্রে জানা গিয়েছে রাজ্যসভায় বিরোধী আসনে বসবে শিবসেনার সাংসদেরা। এদিনের বৈঠকে সংসদ শান্তিপূর্ণ ভাবে চালানোর জন্য সকল রাজনৈতিক দলের নেতাদের আহ্বান করেন অধ্যক্ষ ওম বিড়লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *