১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন, ১৭ নভেম্বর সর্বদলীয় বৈঠকের ডাক ওম বিড়লার

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): মাত্র চার সপ্তাহের সংসদের শীতকালীন অধিবেশন| এবার বড়দিনের আগেই শেষ হয়ে যাবে সংসদের শীতকালীন অধিবেশন| সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী ১৮ নভেম্বর| শেষ হবে ১৩ ডিসেম্বর| সবমিলিয়ে মাত্র ২৫ দিনের জন্য সংসদের শীতকালীন অধিবেশন বসবে| কাজের দিন ২০| আগামী ১৮ নভেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে, ১৭ নভেম্বর (রবিবার) সর্বদলীয় বৈঠক ডাকলেন লোকসভার স্পিকার ওম বিড়লা| সর্বদলীয় বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে|

শীতকালীন অধিবেশনের এবার মেয়াদ কমিয়েছে সরকার| শীতকালীন অধিবেশনে জম্মু ও কাশ্মীর এবং অর্থনৈতিক সঙ্কট নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করতে মুখিয়ে রয়েছে বিরোধী সব রাজনৈতিক দলই| তার মধ্যেই এবারের শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল, কর্পোরেট করে ছাড় দেওয়া এবং ই-সিগারেট নিষিদ্ধকরণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ করানোয় জোর দেবে কেন্দ্র|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *