নিজেদের দায়ের করা পিটিশনে শীঘ্র শুনানির আবেদন করবে না শিবসেনা

নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.) : রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি রাষ্ট্রপতি শাসনের সুপারিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে শীঘ্র শুনানির দাবি করবে না শিবসেনা।

শিবসেনার দলীয় সূত্রে জানা গিয়েছে রাষ্ট্রপতি শাসন ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে মহারাষ্ট্র। ফলে সুপারিশের বিরুদ্ধে করা পিটিশনে উল্লেখ করার কোনও মানে হয় না। রাষ্ট্রপতি শাসনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নতুন কোনও পিটিশন দায়ের করা হবে কিনা সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নিজেদের দায়ের করা পিটিশনে রাজ্যপাল যে তাদের সরকার গড়ার পর্যাপ্ত সময় দেয়নি, তারও উল্লেখ পিটিশনে করা হয়েছে শিবসেনার তরফে। উল্লেখ করা যেতে পারে সোমবার রাতে শিবসেনার তরফে রাজ্যপালের কাছে এনসিপি এবং কংগ্রেসের সমর্থন জন্য তিনদিন সময় চেয়েছিল। কিন্তু সেই সময় দিতে অস্বীকার করেছিলেন রাজ্যপাল। শিবসেনা নিজেদের দায়ের করা পিটিশনে কংগ্রেস এবং এনসিপি-কে পক্ষ হিসেবে উল্লেখ করেছে। পিটিশনে আরও দাবি করা হয়েছে রাজ্যপাল রাজনৈতিক দলগুলিকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ প্রমাণের জন্য কোনও সুযোগই দেয়নি। বিজেপির ইশারায় কাজ করে চলেছেন রাজ্যপাল। বিজেপিকে ৪৮ ঘন্টা সময় দেওয়া হলেও। শিবসেনাকে ২৪ঘন্টাও সময় দেওয়া হয়নি। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনা ৫৬, এনসিপি ৫৪, কংগ্রেসের কাছে ৪৪টি আসন রয়েছে। সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের জন্য দরকার ১৪৫টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *