ট্রাফিক পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনতা নামল রাস্তায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ ট্রাফিক পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে শহরতলীর ইন্দ্রনগর কালীবাড়ি সংলগ্ণ এলাকায়৷ কাগজপত্র চেকিংয়ের নামে বাইক ও সুকটি চালকদের চরম হয়রানি করা হয়েছে বলে অভিযোগ৷ ঘটনা বুধবার সন্ধ্যায়৷


ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে সরব হয়ে উঠেন এলাকার লোকজন৷ ট্রফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ কারণে অকারণে দ্বিচক্রযান চালকদের রাস্তায় দাঁড় করিয়ে ভিড় তৈরী করেছে৷ তাতে আইন লঙ্ঘনকারী কিছু বখাটে যুবক বাইক নিয়ে পালাতে গিয়ে দূর্ঘটনার মুখে পড়ছে৷ এদিন সন্ধ্যায় ট্রাফিক পুলিশের তৎপরতায় বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে৷

তাতে এক শিশু মামরাত্মকভাবে আহত হয়েছে৷ তাকে জিবি হাসপাতালে পেণৌছানো হয়েছে৷ তাতেই জনগণ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে৷ পরিস্থিতি মুহুর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠে৷ পরে এনসিসি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের পদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *