চণ্ডীগড়, ১৩ নভেম্বর (হি.স.): ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে হরিয়ানার সোনিপত জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস| বাস উল্টে প্রাণ হারালেন দু’জন মহিলা,এছাড়াও আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন| বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সোনিপত জেলার রাই গ্রামের সন্নিকটে বিশ্বমিল চকের কাছে হাইওয়ের উপর| পুলিশ সূত্রের খবর, ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই একটি বাস| দুর্ঘটনায় দু’জন মহিলার মৃত্যু হয়েছে| মৃত দু’জন মহিলার বয়স ৩৫–৪০ বছরের মধ্যে|
আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে একজনকে সঙ্কটজনক অবস্থায় রোহতকের পিজিআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে|দুর্ঘট