নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ নভেম্বর৷৷ মাস খানেক পূর্বে রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে পশু বলি প্রথা বন্ধে উচ্চ আদালত যে নির্দেশ দিয়েছিলো তার বিরোধিতা ও এই বিষয়ে বিচার বিবেচনা করার জন্য রাজ্য সরকার ও জমাতিয়া হদা সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Supreme-Court.jpg)
ওই আপিলের পরিপ্রেক্ষিতে সম্প্রতি মাননীয় সুপ্রিম কোর্ট উচ্চ আদালতের আদেশের উপর স্থগিতাদেশ দেয়৷ সোমবার কিল্লায় এক সাংবাদিক সম্মেলনে জমাতিয়া হদা সুপ্রিম কোর্টের এই আদেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে৷ এদিন জমাতিয়া হদা অক্রার পক্ষে পদ্মলীলা জমাতিয়া বলেন মহামান্য সুপ্রীম কোর্ট যে স্থগিতাদেশ দিয়েছে তাতে খুশি জমাতিয়া হদা৷
এদিকে সাংবাদিক সম্মেলনে হদা অক্রা পদ্মলীলা জমাতিয়া ছাড়াও বক্তব্য রাখেন হদার মুখপাত্র রত্ন সাধন জমাতিয়া৷ এছাড়াও উপস্থিত ছিলেন হদা অক্রা পুলিন্দ্র কুমার জমাতিয়া, হদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ জমাতিয়া ও গড়িয়া একাডেমির ম্যানেজার পদ্ম জমাতিয়া প্রমুখ৷