অগ্ণিদগ্দ হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ অগ্ণিদগ্দ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ধর্মনগর থানার অধীন রাধাপুর গ্রামে৷ নিহত যুবকের নাম দিবাকর পাল৷ বয়স ২৮৷ বাবার নাম দিলীপ পাল৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি একটি আত্মহত্যার ঘটনা৷


সংবাদে প্রকাশ, রাধাপুর গ্রামের বাসিন্দী দিলীপ পালের তিন ছেলে৷ দিবাকর সবার ছোট৷ রাতে সবার সাথে খাবার খেয়ে নিজের ঘরে চলে যায়৷ সকালে সবাই যখন নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত তখন দিবাকরের কোন হদিশ নেই বাড়িতে৷ মুহুর্তের মধ্যে বাড়ির কাছেই একটি ক্ষেতের মধ্যে দিবাকরকে অগ্ণিদগ্দ অবস্থায় দেখা যায়৷ সাথে সাথে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়৷ কিন্তু, শেষ রক্ষা হয়নি৷ ঘটনাস্থলেই দিবাকরের মৃত্যু হয়৷ পরে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়৷

পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ নিকট আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ তবে কেন সে আত্মহত্যা করতে গেল এই ব্যাপারে পরিবারের লোকজন কোন কিছুই আন্দাজ করতে পারছেন না৷ দিবাকরের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *