নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ ফের ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে৷ ২৪ ঘন্টার মধ্যে এই নিয়ে ত্রিপুরায় রেল লাইনের ধরে দুইটি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ আজ সকালে সম্ভবত কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের ধাক্কায় শহরতলীর মলয়নগরের বাসিন্দা ধীরেন্দ্র দাসের স্ত্রী সীতা দাসের(৪৮) মৃত্যু হয়েছে৷ স্থানীয় জনগণ তার মৃতদেহ দেখে থানায় খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জি বি হাসপাতালে পাঠিয়ে দেয়৷
মৃতার স্বামীর বক্তব্য, সম্ভবত ভোরে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনাটি ঘটেছে৷ প্রাতঃ ভ্রমণকারী জনৈকা মহিলা জানিয়েছেন, রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ওই মহিলাকে পরে থাকতে দেখে স্থানীয়দের ডাক দেই৷ স্থানীয় জনগণ ছুটে এসে মহিলাকে রেল লাইনের ধারে পরে থাকতে দেখে পুলিশে খবর দেন৷ তিনি জানান, ওই মহিলার সারা শরীরে প্রচুর আঘাতের চিহ্ণ রয়েছে৷ তাতে স্পষ্ট, রেল লাইনের ধার দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবসত ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েছেন৷ ফলে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে৷
এদিকে, খবর পেয়ে মৃতার স্বামী ধীরেন্দ্র দাস ছুটে আসেন৷ তিনি জানান, মলয়নগর ৯৯ টিলায় ভোর কীর্তন করতে গিয়েছিলেন তার স্ত্রী৷ ফেরার পথে সম্ভবত ওই দুর্ঘটনায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে৷ এদিকে, খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জি বি হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় তদন্ত হবে৷ রেলের ধাক্কায় মহিলার মৃত্যু হয়েছে, নাকি তার মৃত্যুর পেছনে অন্য রহস্য রয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা সম্ভব হবে৷ প্রসঙ্গত, গতকাল সকালে রেল লাইনের উপর এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ এভাবে রেল লাইনের ধারে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷