ওয়াশিংটন, ৮ নভেম্বর (হি.স.) : মার্কিন প্রেসিডেন্টকে আর্থিক জরিমানা করল সে দেশের একটি আদালত। নিজের দাতব্য প্রতিষ্ঠানের তহবিল অপব্যাবহারের দায়ে ডোনাল্ড ট্রাম্পকে এই আর্থিক জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে।
২০১৬ সালে রাজনৈতিক প্রচারের কাজে নিজের দাতব্য প্রতিষ্ঠানের তহবিল অপব্যাবহারের দায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছেন দেশটির একটি আদালত। বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালত ট্রাম্পকে এ জরিমানা করেছে। এর আগে ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিস্বার্থে নিজ দাতব্য প্রতিষ্ঠান ‘দ্য ডোনাল্ড জে (জুনিয়র) ট্রাম্প ফাউন্ডেশন’র অর্থ ব্যবহারের অভিযোগ তোলে আইনজীবীরা। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
বৃহস্পতিবারের রায়ে জরিমানা করার পাশাপাশি বিচারক সালিয়ান স্কারপুলা নির্দেশ দেন, ট্রাম্প বা তার বড় ৩ সন্তানের নামে চালানো কোনও দাতব্য প্রতিষ্ঠানই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। শীঘ্রই ট্রাম্পকে এই জরিমানা শোধ করতে কড়া নির্দেশ দেন বিচারক। ২০১৬ সালে আইওয়া অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে ট্রাম্প আইন লঙ্ঘন করে দাতব্য প্রতিষ্ঠানের টাকা ব্যবহার করেন।
এদিকে বরাবরের মত অর্থ অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। এটি তার বিরোধী পক্ষ ডেমোক্র্যাটদের চাল বলে উল্লেখ করেছেন তিনি। ডেমোক্র্যাটরা তাকে ‘মামলায় ফাঁসাতে যে কোনো কিছু করতে পারে’ বলে অভিমত ট্রাম্পের।