অযোধ্যা মামলায় শীর্ষ আদালত যে রায় দেবে, তাই শিরোধার্য হবে : জামিয়াত উলেমা-ই-হিন্দ

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.): বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায় ঘোষণার দিন এগিয়ে আসছে| কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে তত্পর উত্তর প্রদেশ সরকার| নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে, গোয়েন্দা নেটওয়ার্কও সর্বদা সজাগ| এমতাবস্থায় জামিয়াত উলেমা-ই-হিন্দ-এর পক্ষ থেকে জানানো হল, ‘অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দেবে, তাই শিরোধার্য হবে|’

জামিয়াত উলেমা-ই-হিন্দ-এর পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, ‘হিন্দু মন্দির ধ্বংস না করেই মসজিদ নির্মাণ করা হয়েছিল, মুসলিমদের এই দাবি ঐতিহাসিক সত্যের ভিত্তিতে| আমাদের দাবিকে আমরা পুনরাবৃত্তি করছি, রায় যাই হোক তাই শিরোধার্য হবে| রায়কে সম্মান করার জন্য মুসলিম ও দেশবাসীর কাছে বিশেষ আর্জি রাখছি|’

অযোধ্যা মামলার রায়ের আগে চূড়ান্ত তত্পরতা উত্তর প্রদেশে| অযোধ্যার এসএসপি আশিষ তিওয়ারি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী মোতায়েন, গোয়েন্দা নেটওয়ার্ক এবং আত্মবিশ্বাস বাড়ানোর প্রচেষ্টা চলছে| ১,৬০০ গ্রামে ১৬,০০০ স্বেচ্ছাসেবকের মধ্যে সংযোগকারী মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে| সোশ্যাল মিডিয়ায় যাতে গুজব না ছড়ায়, তাও দেখা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *