জম্মু, ৫ নভেম্বর (হি.স.): সংঘর্ষ-বিরতি ভেঙে ফের আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী| মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কিরনি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ করে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী| মঙ্গলবার সকাল ৭.৪০ মিনিট থেকে সকাল আটটা পর্যন্ত, প্রায় ২০ মিনিট ধরে চলতে থাকে গুলিবর্ষণ| শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| এদিনের পাক হামলায় ভারতীয় ভূখণ্ডে হতাহতের কোনও খবর নেই|
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৭.৪০ মিনিট থেকে পুঞ্চ জেলার কিরনি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে শুরু করে পাক সেনাবাহিনী| প্রত্যুত্তরে পাক সেনাবাহিনীকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| গুলিবর্ষণ থেমে যায় সকাল আটটা নাগাদ| পাক হামলায় ভারতীয় ভূখণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|