নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.) : এবার অন্য ভূমিকায় দেখা যেতে পারে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে । ইডেন গার্ডেনসে ভারত-বাংলাদেশ দিন রাতের টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য দিতে পারেন পারেন তিনি। সূত্রের খবর, অতিথি ধারাভাষ্যকর হিসেবে ঐতিহাসিক টেস্টের মাহিকে আমন্ত্রণ জানিয়েছে সম্প্রচারকারী সংস্থা।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/09/dhoni.jpg)
বিশ্বকাপ পরবর্তী সময়ে দেশের জার্সি গায়ে আর মাঠে নামেননি। কেরিয়ারে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা রীতিমতো তুঙ্গে। তবে বাইশ গজ থেকে বিশ্রামের মাঝেই নয়া অবতারে অবতীর্ণ হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। তবে মাহির এই নয়া অবতার ক্রিকেটীয় কারণেই। ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা প্রথম দিন-রাতের টেস্টে মাইক্রোফোন হাতে দেখা যেতে পারে বিশ্বজয়ী অধিনায়ককে। জল্পনা তেমনই।
সূত্রের খবর, অতিথি ধারাভাষ্যকর হিসেবে ঐতিহাসিক টেস্টের মাহিকে আমন্ত্রণ জানিয়েছে সম্প্রচারকারী সংস্থা। সমস্ত বিষয়টা যদি পরিকল্পনামাফিক সফল হয় তবে ধারাভাষ্যকার ধোনির আত্মপ্রকাশ ঘটতে চলেছে আসন্ন ইডেন টেস্টেই। তবে শুধু ধোনি একা নন, দেশের সকল প্রাক্তন টেস্ট অধিনায়কদেরই ইডেন টেস্টে একই ছাদের নীচে আনার চেষ্টা চালাচ্ছে সম্প্রচারকারী সংস্থা। তবে গোটা বিষয়টাই ঠিক করা হবে নয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে।
সম্প্রচারকারী সংস্থার তরফ থেকে পরিকল্পনায় জানানো হয়েছে, ‘ইডেন টেস্টের প্রথম এবং দ্বিতীয় দিন দেশের সমস্ত টেস্ট অধিনায়কেরা আমন্ত্রিত থাকবেন। এঁরা প্রত্যেকেই বিরাট কোহলি এবং তাঁর দলের সঙ্গে মাঠে নেমে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। কমেন্ট্রি বক্সেও এঁরা প্রত্যেকে অতিথি হিসেবে হাজির থাকবেন এবং জাতীয় দলে তাঁদের পুরনো স্মৃতি রোমন্থন করবেন।’ ধোনি সহ প্রাক্তন অধিনায়কদের ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে বলে মনে করা হচ্ছে।