বিজেপি সরকারের বিরুদ্ধে জনগণকে সচেতন করবে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ দেশব্যাপী মোদি সরকারের বিরুদ্ধে জিগির তুলে জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে৷ আর এই লক্ষ্যে রাজ্যে আসছে এআইসিসির এক প্রতিনিধি দল৷ আগামীকাল এআইসিসির সম্পাদক ভূপেন কুমার বোড়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি রাজে আসছে৷ আগামী ১০ নভেম্বর পর্যন্ত কংগ্রেস সাংসদ বিধায়করা পর্য্যায়ক্রমে রাজ্যে আসবে৷ সোমবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে একথা জানালেন সাংসদ রোনাল্ড টি ওলই৷


কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বিভিন্ন তথ্য তুলে ধরে কেন্দ্রের মোদি সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার চিত্র তুলে ধরেছেন৷ তিনি অভিযোগ করেছেন, মোদি জমানায় দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙ্গে পড়েছে৷ বিদেশী পূঁজিপতিদের ভারতে লগ্ণি করা এবং অবাদে ব্যবসা করার ঢালাও সুযোগ করে দেওয়া হয়েছে৷ ক্রমশ কর্মহীন হয়ে পড়েছেন জনগণ৷ বেকারদের কর্ম সংস্থানের কোন নামগন্ধ নেই বলে সাংসদ রোনাল্ড অভিযোগ করেছেন৷


তিনি বলেন, লক্ষ লক্ষ কর্মী প্রতিদিন কর্মচ্যুত হচ্ছেন৷ দ্রব্যমূল্য বৃদ্ধি দিনের পর দিন অসহনীয় হয়ে দাঁড়াচ্ছে৷ এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে দেশে৷ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তীব্র করার ক্ষেত্রে কংগ্রেস অন্যান্য বিরোধী দলগুলির প্রতিও আহ্বান জানাচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷ এদিন, সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক, লক্ষ্মী নাগ সহ অন্যান্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *