শ্রীনগর, ৪ নভেম্বর (হি.স.): ফের সন্ত্রাসী হামলা জম্মু ও কাশ্মীরে| ভরদুপুরে গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীনগরের লালচকের কাছে মৌলানা আজাদ রোড সংলগ্ন একটি বাজার| সোমবার দুপুরে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের মৌলানা আজাদ রোড সংলগ্ন একটি ব্যস্ততম বাজারে গ্রেনেড বিস্ফোরণ হয়| বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজন মহিলার| এছাড়াও ৩ জন সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ান এবং ১৫ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন| গ্রেনেড বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে রাখে সুরক্ষা বাহিনী|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/BLAST.jpg)
জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেনেড বিস্ফোরণে ৩ জন এসএসবি জওয়ান এবং ১৫ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন| মৃত্যু হয়েছে সাহারানপুরের রিঙ্কু সিং নামে একজন মহিলার| দু’জন সাধারণ নাগরিক-আইজাজ এবং ফায়াজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক| পুলিশ সূত্রের খবর, সোমবার দুপুর ১.২০ মিনিট নাগাদ মৌলানা আজাদ রোড সংলগ্ন একটি ব্যস্ততম বাজারে গ্রেনেড বিস্ফোরণ হয়| সেই সময় বাজারে প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন| তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা| আহত অবস্থায় কমপক্ষে ১৯ জনকে (৩ জন এসএসবি) উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রিঙ্কু সিংয়ের মৃত্যু হয়েছে| এদিনের গ্রেনেড হামলার নেপথ্যে সন্ত্রাসবাদীদের হাত থাকলেও, এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|