খোয়াইয়ের ফুলবতী হত্যা মামলায় ধৃত প্রতিবেশী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ ৪৮ ঘণ্টা পর উন্মোচন হল ফুলবতী দেববর্মা হত্যা কাণ্ডের রহস্য৷ পুলিশ এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তসেন দেববর্মাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তসেন দেববর্মাকে আটক করে খোয়াই থানার পুলিশ৷ অভিযানে নেতৃত্ব দেন খেয়াই এর অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সেন গুপ্ত৷ মহকুমা পুলিশ আধিকারিক শঙ্কর চন্দ্র দাস এবং বাইজাল বাড়ি ফাঁড়ির ওসি৷


তসেন পুলিশের কাছে তার অপরাধ স্বকার করেছে৷ আগামীকাল তাকে আদালতে তোলা হবে৷ উল্লেখ্য গত বৃহস্পতিবার গভীর রাতে রতনপুর জুমিয়া কলোনি এলাকার নিজ বাড়িতে ৫০ উর্ধ মহিলা ফুলবর্তী দেববর্মা, মাথায় ধাঁরালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে৷ ঘটনার পর দিন অর্থাৎ শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷


অপরাধীদের ধরতে নামানো হয় ডগ স্কোয়ার্ড৷ কিন্তু তারপর ও খুনের কোনও ক্লু খোঁজে পায়নি পুলিশ৷ অবশেষে ৪৮ ঘণ্টা পর এল সাফল্য৷ এই খুনের অন্যতম অভিযুক্ত ফুলবর্তী দেববর্মার প্রতিবেশি স্বপন দেববর্মার ছেলে তসেন দেববর্মা (২২) গ্রেপ্তারের মধ্যে দিয়ে যদিও খুনের আসল কারণ কি তা এখনো অন্ধকারে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *