ইসলামাবাদ, ৩১ অক্টোবর (হি.স.): দু’টি গ্যাস সিলিন্ডার ফেটে বড়সড় বিপত্তি! করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী তেজগাম এক্সপ্রেসে কিছু যাত্রী জলখাবার তৈরি করছিলেন| তখনই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়| দ্রুত তিনটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে| এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে| আহতের সংখ্যা শতাধিক| বৃহস্পতিবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরের উপকণ্ঠে লিয়াকতপুরের কাছে চলন্ত তেজগাম এক্সপ্রেস ট্রেনে আগুন ধরে যায়|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/BLAST.jpg)
বিধ্বংসী আগুনে এক্সপ্রেস ট্রেনের তিনটি কামরা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে| তিনটি কামরার মধ্যে একটি বিজনেস ক্লাস এবং অপর দু’টি ইকনমি ক্লাস| রহিম ইয়ার খান শহরের ডিপিও আমীর তৈইমুর খান জানিয়েছেন, আহতদের উদ্ধার করে লিয়াকতপুর এবং বাহাওয়ালপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে| রেল সূত্রের খবর, আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া তিনটি কামরায় ২০০-রও বেশি যাত্রী ছিলেন| রেলমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, ‘দু’টি রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়| চলন্ত ট্রেন ঝাঁপ দেওয়ার কারণেই অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়েছে|’
গ্যাস সিলিন্ডার ফেটে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান| আহতদের জন্য সুচিকিত্সার আশ্বাস দিয়েছেন ইমরান খান| পাশাপাশি তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে| উদ্ধারকাজে হাত লাগায় পাকিস্তান সেনাবাহিনীও| পাকিস্তানের রেলমন্ত্রী ঘোষণা করেছেন, তেজগাম এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১.৫ মিলিয়ন টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে| এছাড়াও আহতদের ০.৫ মিলিয়ন টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে|