BRAKING NEWS

পঞ্চায়েতিরাজ ব্যবস্থার উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি, পুরসৃকত ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ পঞ্চায়েতিরাজ ব্যবস্থার উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি পুরস্কার পেয়েছে ত্রিপুরা৷ গত ২৩ অক্টোবর পঞ্চায়েত সংস্থাগুলিকে জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের সি সুব্রমানিয়াম হলে অনুষ্ঠিত জাতীয় পঞ্চায়েত পুরস্কার-২০১৯ প্রদান উপলক্ষে কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরসৃকত করা হয়৷


পুরস্কারের স্বীকৃতি স্বরূপ ’’দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত স্বশক্তিকরণ পুরস্কার’’ হিসাবে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদকে, উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত কদমতলা পঞ্চায়েত সমিতিকে এবং গোমতী জেলার অন্তর্গত কিল্লা ব্লকের অধীন আঠারভোলা এবং নোয়াবাড়ি ভিলেজ কমিটিকে পুরসৃকত করা হয়৷ সংশ্লিষ্ট নির্বাচিত সংস্থার জনপ্রতিনিধি ও আধিকারিকদের হাতে মানপত্র তুলে দেওয়া হয়েছে৷


এদিকে, ’’নানাজী দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার’’ হিসাবে খোয়াই জেলার অন্তর্গত খোয়াই ব্লকের মধ্য সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতকে পুরসৃকত করা হয় এবং নির্বাচিত সংস্থার জনপ্রতিনিধির হাতে মানপত্র তুলে দেওয়া হয়৷ ’’চাইল্ড ফ্রেণ্ডলী গ্রাম পঞ্চায়েত পুরস্কার’’ হিসাবে গোমতী জেলার অন্তর্গত মাতাবাড়ি ব্লকের অধীন চন্দ্রপুর ভিলেজ পুরসৃকত করা হয়েছে এবং নির্বাচিত সংস্থার জনপ্রতিনিধির হাতে মানপত্র তুলে দেওয়া হয়েছে৷ পঞ্চায়েত দপ্তর থেকে এই তথ্য দিয়ে জানানো হয়েছে৷

সাথে দপ্তর দাবি করেছে, এক উজ্জ্বল ও ফলপ্রসূ ভবিষ্যৎ ত্রিপুরা গড়ার লক্ষ্যে দপ্তর আত্ববিশ্বাসী এবং কেন্দ্রীয় সরকার থেকে পুরস্কার এবং প্রশংসা প্রাপ্তিতে বদ্ধপরিকর৷ প্রধানমন্ত্রীর ’’সবকা সাথ সবকা বিকাশ’’ এই লক্ষ্যে অনুপ্রাণিত হয়ে রাজ্য সরকার পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *