বাম-কংগ্রেস চূড়ান্ত সমঝোতা বৈঠকে

কলকাতা, ৩০ অক্টোবর  (হি.স.) : হাতে হাতুড়ি কাস্তে। দীর্ঘদিনের জোটের জট কাটল। বুধবার সন্ধ্যায় ঐতিহাসিক সাংবাদিক বৈঠক করলেন বাম-কংগ্রেস নেতৃত্ব। জানিয়ে দেওয়া হল জোট হচ্ছে। জোটবদ্ধ হয়েই আগামী দিনে চলবে বামফ্রন্ট এবং কংগ্রেস।

২০২১ এর বিধানসভা নির্বাচন পাখির চোখ। তার আগে আগামী দেড় বছর ধরে চলবে যৌথ আন্দোলন। তার জন্য গড়া হবে আলাদা মঞ্চ। প্রয়োজনে ন্যূনতম অভিন্ন কর্মসূচি। যার প্রেক্ষিতে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে চলবে জোরদার লড়াই।

এদিন রিপন স্ট্রিটে অর্থাৎ আরএসপির মুখপত্রের ছাপাখানা ভবন ক্রান্তি প্রেস থেকে এই সাংবাদিক বৈঠক হয়। সন্ধ্যা সাড়ে পাঁচটায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র এবং কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য আস্তে কিছুটা দেরি করায় কিছুটা দেরিতে এই বৈঠক হয়। প্রায় ৪০ মিনিট ধরে বৈঠকে মত বিনিময় করেন দু’পক্ষের নেতারা।

বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ছাড়াও সিপিএমের শরিক দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে বাম কংগ্রেসের জোটের। আগামী ২৫ নভেম্বর রাজ্যের তিন আসনের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে করিমপুরের  লড়বে বামেরা এবং কালিয়াগঞ্জ, খড়গপুর সদর আসনে লড়বে কংগ্রেস। সেই উপনির্বাচনের বিষয়েও আজকে চূড়ান্ত সমঝোতা হয়েছে দু’পক্ষের। আগামী কয়েক দিনের মধ্যেই দুই দল সাংবাদিক বৈঠক করে প্রার্থীর নাম ঘোষণা করে দেবে।