নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ সামনেই এডিসি নির্বাচন৷ তাই, ঝটিকা সফরে ত্রিপুরা ঘুরে গেলেন অসমের মন্ত্রী তথা নেডার কনভেনর হিমন্তবিশ্ব শর্মা৷ ত্রিপুরায় এসেই তিনি আগরতলায় সরকারি অতিথিশালায় বিজেপি প্রদেশ নেতৃত্ব ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন৷ এরপর তিনি শান্তিকালি আশ্রমে পূজায় অংশ নিয়ে উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার সাথে তাঁর সরকারি বাসভবনে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন৷ তাতে ধারণা করা হচ্ছে, সম্ভবত এডিসি নির্বাচন নিয়েই দলীয় নেতা ও কর্মীদের সাথে আলোচনা করার জন্যই তিনি আজ ত্রিপুরায় এসেছিলেন৷ তবে, জোট শরিক আইপিএফটির সাথে হিমন্তবিশ্ব শর্মা কোন আলোচনা করেননি৷
প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারী থেকে মে এই সময়ের মধ্যেই ত্রিপুরায় এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ফলে, প্রস্তুতি শুরু করে দেওয়ার সময় এসে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক দলগুলি৷ অবশ্য, ত্রিপুরায় এডিসি নির্বাচনে রাজনৈতিক সমীকরণ ভিন্ন হতে পারে বলে মনে করা ভুল হবে না৷ কারণ, শাসক জোট শরিক আইপিএফটি ইতিমধ্যে এডিসিতে সমস্ত আসন তাদের দেওয়ার জন্য বিজেপির উপর চাপ দেওয়া শুরু করে দিয়েছে৷ এই পরিস্থিতিতে ত্রিপুরায় এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী৷
বিজেপি সূত্রে খবর, আজ হিমন্তবিশ্ব শর্মা আগরতলায় এসেই সোজা রাজ্য অতিথিশালায় চলে যান৷ সেখানে তিনি দলীয় কর্মকর্তা ও শীর্ষ নেতৃত্বদের সাথে এডিসি নির্বাচন নিয়ে দলের অবস্থান সম্পর্কে আলোচনা করেছেন৷ এছাড়া আজ তিনি উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার সাথেও দীর্ঘক্ষণ আলোচনা করেছেন৷ সূত্রের দাবি, এডিসি নির্বাচনে বিজেপির অবস্থান কি রকম তা এদিন হিমন্তবিশ্ব শর্মা বুঝে গেছেন৷
এদিকে, ত্রিপুরা সফরে হিমন্তবিশ্ব শর্মা শান্তিকালি মন্দিরে পূজা দেন৷ এরপর তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্য সাক্ষাত করেন৷ সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর কাছ থেকেও ত্রিপুরার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন হিমন্তবিশ্ব শর্মা৷ এদিন সন্ধ্যায় তিনি গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন৷