ই-রিকশা প্রকল্পের সূচনা হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ৷৷ প্যাডেল চালিত রিকশা চালকদের জন্য স্বাবলম্বনের আওতায় একটি পুনর্বাসন প্রকল্পে সরকারী অনুদান ও ঋণদানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ এই প্রকল্পে রাজ্য সরকার ভর্তুকী দেবে প্রতিটি ক্ষেত্রে ৫৪ হাজার টাকা, রিকশা চালককে দিতে হবে ৯ হাজার ২০০ টাকা৷ প্যাডেল চালিত রিকশা বদলে ই-রিকশা তুলে দেওয়া হবে তাদের হাতে৷ প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন হবে ১ লক্ষ ৮৪ হাজার টাকা৷ বাদবাকি টাকা ঋণের ব্যবস্থা করা হবে৷ হাইকোর্ট প্যাডেল চালিত রিকশা ব্যাটারি লাগিয়ে ই রিকশা তৈরির উপর নিষেধাজ্ঞা জারি করে এ ধরনের রিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল৷ তাতে মারাত্মক জটিলতা দেখা দেয়৷ প্যাডেল চালিত রিকশাকে যারা ব্যাটারী চালিত করেছিল তাদের রুটি রোজী বন্ধ হয়ে গিয়েছিল৷

রাজ্য সরকার এ বিষয়ে হাইকোর্টের কাছে সময় চেয়েছিল৷ এরই মধ্যে রাজ্য সরকার রিকশা চালকদের জন্য একটি প্রকস্প গ্রহণ করেছে৷ এই প্রকল্পে প্যাডেল চালিত রিকশা চালকদের ই রিকশা দেবার ব্যবস্থা করা হয়েছে৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্প আংশিক ঋণ, রাজ্য সরকারের তরফে অনুদান এবং রিকশা চালকের অংশীদারিত্বের মাধ্যমে ই রিকশা সংস্থান করা হয়েছে নতুন এই প্রকল্পে৷ আগরতলা পুর নিগমের মেয়র শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি ঘোষণা করেন৷ আগরতলা পুর নিগমের সিইও প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানান৷ প্যাডেল চালিত রিকশা চালকরাই এই প্রকল্পে অগ্রাধিকার পাবেন৷ এই প্রকল্প গ্রহণের ফলে রাজ্যে একদিকে যেমন প্যাডেল চালিত রিকশা সংখ্যা কমবে ঠিক তেমনী আইনী জটিলতা থেকেই রেহাই মিলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *