পাচারবাণিজ্য আটকাতে গিয়ে বিএসএফের গুলি, আহত দুই মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ পাচারবাণিজ্য আটকাতে গিয়ে গুলি ছুঁড়তে হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীকে৷ এতে দুই মহিলা আহত হয়েছেন৷ তবে তাদের হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ আমতলি থানাধীন মতিনগর এলাকায় সংঘটিত ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷


এ-বিষয়ে আমতলি থানার পুলিশ জানিয়েছে, মতিনগর এলাকা দিয়ে প্রায়ই পাচার বাণিজ্য হচ্ছে৷ এতে মহিলা পাচারকারীদের মদত দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে৷ আজ শুক্রবার বিএসএফ জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করলে মতিনগর এলাকায় মহিলারা তাঁদের বাধা দেন৷ বিএসএফ তাদের সরে যাওয়ার নির্দেশ দিলেও মহিলারা নড়েননি৷ উল্টে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকেন৷ এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ নন-ল্যাথেল বন্দুক থেকে দুই রাউন্ড গুলি ছুঁড়ে৷ ওই গুলি দুই মহিলাদের শরীরে লাগে এবং তারা আহত হন৷


পুলিশের দাবি, বিএসএফ জওয়ানরাই ওই দুই মহিলাকে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান৷ চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেন৷ পুলিশ জানিয়েছে, বিএসএফ গুলি না ছুঁড়লে বড় অঘটন ঘটতে পারত৷


প্রসঙ্গত, ত্রিপুরায় পাচার বাণিজ্য রোধে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে৷ পাচারকারীদের প্রতিরোধের মুখে বিএসএফকে গুলিও ছুঁড়তে হয়৷ তবে নন-ল্যাথেল বন্দুক ব্যবহারের কারণে প্রাণহানির ঘটনা ঘটছে না৷ বিএসএফ জানিয়েছে, পাচার বাণিজ্যের বিরুদ্ধে এ-ধরনের অভিযান জারি থাকবে৷ আজ ওই ঘটনায় মনোয়ারা বেগম এবং রিপননেসা বেগম আহত হয়েছেন৷