অর্থ ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র : রামেশ্বর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ দেশের অর্থ ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি৷ তাঁর কথায়, কপর্োরেট করে ছাড়, ব্যাঙ্ক সংযুক্তিকরণ এবং জিএসটি দরেও পরিবর্তন করা হয়েছে৷ এতে দেশের মানুষ দারুণ উপকৃত হচ্ছেন বলে দাবি করেন তিনি৷


বৃহস্পতিবার আগরতলায় বিজেপি সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত সরকার দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে৷ তিনি বলেন, কর্পোরেট করে ছাড় ভীষণ সাহসী সিদ্ধান্ত৷ মূলত দেশের বাণিজ্যিক স্থিতিতে গতি আনার জন্যই ওই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, ২০১৪ সালে ভারতে করের হার গোটা বিশ্বের তুলনায় অধিক ছিল৷ ফলে ভারতীয় কোম্পানিগুলির লোকসান হত এবং পণ্য রফতানিতে তার প্রভাব পড়ত৷ তিনি দাবি করেন, কপর্োরেট করে ছাড়ের ইতিবাচক প্রভাব গরিব এবং বেকাররা অনুভব করতে পারবেন৷


তাঁর মতে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে নতুনভাবে বিনিয়োগ আসবে৷ এতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে৷ সাথে তিনি যোগ করেন, কৃষিকাজেও নির্ভরশীলতা কমবে৷ ফলে, কৃষকরাও উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন৷ এদিন তিনি বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে কোম্পানিগুলি আর্থিক দিক দিয়ে স্বচ্ছল হবে৷ তাতে, ব্যাঙ্ক ঋণের প্রতি নির্ভরতা কমবে৷ একইসাথে অনাদায়ী ঋণের পরিমাণও কমবে৷


কেন্দ্রীয় মন্ত্রী বলেন, জিএসটি দরে পরিবর্তনের ফলে অনেক জিনিসপত্রের দাম কমবে৷ এতে সাধারণ নাগরিকরা উপকৃত হবেন৷ তাঁর মতে, বিশ্ব মন্দার প্রভাব ভারতেও দেখা যাচ্ছে৷ কিন্তু এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সময়মতো পদক্ষেপ নিয়েছে৷ তাঁর দাবি, দেশের নিরাপত্তার সাথে অর্থনীতিকেও শক্তিশালী করার সমস্ত দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ কেন্দ্রীয় সরকার৷ তিনি আশ্বস্ত করেন, অর্থনীতি নিয়ে দুঃশ্চিন্তা করার কোনও প্রয়োজন নেই৷ কারণ, নোবেল পুরস্কারপ্রাপক অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জিও দেশের অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার পর ভোল বদল করেছেন৷