করতারপুর করিডোর খোলার চূড়ান্ত চুক্তিতে পাক-ভারত স্বাক্ষর

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার করতারপুর করিডোর খোলার চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করল ভারত ও পাকিস্তান। সীমান্ত শহর গুরদাসপুরে ডেরা বাবা নানকের কাছে জিরো পয়েন্টে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হল। এর ফলে শিখ ধর্মাবলম্বীরা পাকিস্তানে গিয়ে তাঁদের তীর্থক্ষেত্র দরবার সাহিব যেতে পারবেন।

চুক্তি সই করার পর ভারতের অন্তর্বর্তী নিরাপত্তার যুগ্মসচিব সিএল দাল জানিয়েছেন, ‘শুধু শিখ ধর্মাবলম্বীরা নন, যে কোনও ধর্মবিশ্বাসের ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভ‌ূত মানুষ করতারপুর করিডোর ব্যবহার করতে পারবেন। ভিসা ছাড়াই করতারপুরে সফর করতে পারবেন তাঁরা। শুধু একটি বৈধ পাসপোর্ট সঙ্গে থাকলেই হবে।’

গুরদোয়ারার আশপাশে যথেষ্ট সংখ্যক লঙ্গরখানা তৈরি করে দেবে বলে জানিয়েছে পাকিস্তান। ভারতের দিকেও প্রয়োজনীয় পরিকাঠামো যেমন – হাইওয়ে, টার্মিনাল বিল্ডিং সময়মতো তৈরি করার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতারপুর করিডোর খোলা থাকবে। যাতে সকালে গিয়ে সন্ধ্যার মধ্যেই ফিরে আসতে পারেন তীর্থযাত্রীরা।

করতারপুর করিডোর পঞ্জাবের ডেরা বাবা নানক গুরদোয়ারাকে পাকিস্তানের করতারপুরে দরবার সাহিবের সঙ্গে যুক্ত করে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নারোওয়াল জেলায় অবস্থিত দরবার সাহিব আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র চার কিলোমিটার দূরে। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক এই দরবার সাহিবে তাঁর জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছিলেন।