মোদী টু-এর আমলে শুরু জয়ের ধারাবাহিকতা জানালেন বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ মোদী-টু-এর সময়কালে শুরু হয়ে গেল বিজেপি-র জয়ের ধারাবাহিকতা৷ মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, মোদীজির সব-কা সাথ, সব-কা বিকাশ এবং সব-কা বিশ্বাস মন্ত্রের প্রতি আস্থা এই নির্বাচনী ফলাফলে প্রতিফলিত হয়েছে৷ মহারাষ্ট্র ও হরিয়ানায় আবার বিজেপির ঐতিহাসিক জয়ের জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং মনোহরলাল খট্টরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি৷


বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী বলেন, মোদী টু-তে বিজেপির জয় শুরু করায় দুই রাজ্যের দলীয় কর্মীদের পাশাপাশি আমি জনগণকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি৷ তাঁর মতে, এই জয় সেই সময় এসেছে, যখন প্রতি পাঁচ বছরে দেশে সরকার পরিবর্তনের পরিবেশ চলছে৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল মন্ত্র ’’সব-কা সাথ, সব-কা বিকাশ এবং সব-কা বিশ্বাস’’ অনুসরণ করে বিজেপি সরকারগুলি জনকল্যাণমূলক কাজের জন্য যথাসাধ্য চেষ্টা করছে৷


তিনি উভয় রাজ্যের জন্য দক্ষ রণনীতি তৈরি করায় দলের রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ এবং তা অনুসরণ করার জন্য কার্যকরী সভাপতি জেপি নাড্ডাকে অভিনন্দন জানিয়েছেন৷
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, হরিয়ানায় বিজেপির বিজয় নজিরবিহীন৷ কারণ দেশে প্রতি পাঁচ বছর পর সরকার পরিবর্তনের পরিবেশে দলটি আগের নির্বাচনের চেয়ে তিন শতাংশ বেশি ভোট নিয়ে বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করেছে৷ তাঁর কথায়, মনোহরলাল খট্টর সরকার হরিয়ানার উন্নয়নের জন্য দুর্দান্ত প্রচেষ্টা চালিয়েছে৷ সুতরাং, পাঁচ বছর ধরে রাজ্যে সুচারুভাবে সরকার পরিচালনার পর, বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করা নিঃসন্দেহে একটি বড় সাফল্য৷


এদিন তিনি বলেন, মহারাষ্ট্রে পঞ্চাশ বছরে এই প্রথম, কোনও একজন মুখ্যমন্ত্রী টানা পাঁচ বছর তাঁর কার্যকালীন মেয়াদ শেষ করেছেন৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসাধারণ নেতৃত্ব এবং অমিত শাহের কুশল রণনীতির জন্যই এই ফলাফল করা সম্ভব হয়েছে৷ তিনি বলেন, পাঁচ বছরের কার্যকাল সম্পন্ন করার পর এই জোট দ্বিতীয়বার জয়ী হয়ে রেকর্ড তৈরি করেছে৷


এছাড়া মহারাষ্ট্র ও হরিয়ানায় দলের জয়ের জন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কঠোর পরিশ্রমের জন্য দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডাকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, খুব অল্প সময়ে নাড্ডা সাধারণ কর্মীদের হৃদয়ে জায়গা তৈরি করেছেন৷ ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছি৷ তিনি আশা প্রকাশ করে বলেন, মোদী টু-এর সময়কালে শুরু জয়ের এই ধারাবাহিকতা অবিরত অব্যাহত থাকবে৷ অন্যান্য রাজ্যের বিধানসভা ও লোকসভা উপনির্বাচনে বিজেপি এবং তার জোটসঙ্গীদের ব্যাপক জয় এটা প্রমাণ করে যে, জনগণের মধ্যে প্রধানমন্ত্রী মোদীজির ক্যারিশমা দিন দিন বাড়ছে৷