ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি পদে অকিল কুরেশির নিযুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি ২৫শে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ অক্টোবর ৷৷ ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি পদে বিচারপতি অকিল কুরেশির নিযুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদনের আগামী ২৫ অক্টোবর শুনানির দিন ধার্য্য হয়েছে৷ সুপ্রিম কোর্টের মুখ্যবিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ বুবদে এবং এস এ নজিরের বেঞ্চে ওই আবেদনের শুনানি হবে৷


সুপ্রিমকোর্টের কলেজিয়াম গত ৫ সেপ্ঢেম্বর বিচারপতি অকিল কুরেশির নাম ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে সুপারিশ করেছে৷ কিন্তু, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের এই সুপারিশ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি৷ ইতিপূর্বে বিচারপতি অকিল কুরেশিকে মধ্যপ্রদেশের মুখ্য বিচারপতি হিসেবে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম৷ কিন্তু, কেন্দ্রের আপত্তিতে সুপ্রিম কোর্টের কলেজিয়াম ওই সুপারিশ সংশোধন করেছিল৷

তারপরই তাঁকে ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্ট সুপারিশ করেছিল৷ কিন্তু, কেন্দ্রীয় সরকার বিচারপতি অকিলেশ কুরেশিকে নিয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়ায় গুজরাট হাইকোর্টের আইনজীবি সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে৷ সংগঠন সুপ্রিম কোর্টের কাছে বিচারপতি অকিল কুরেশিকে ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তির জন্য কেন্দ্রীয় নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে৷ সুপ্রিম কোর্ট ওই সংগঠনের আবেদন গ্রহণ করে আগামী ২৫ অক্টোবর শুনানির দিন ধার্য্য করেছে৷