নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.) : দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়ে এবার কেজরিওয়ালের সুরেই সুর মেলালেন বিজেপির জোট শরিক জেডিইউ। আইনশৃঙ্খলা এবং সার্বিক উন্নয়নের জন্য দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া উচিত বলে জানিয়েছেন জেডিইউ সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
বুধবার দিল্লিতে জেডিইউর কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে নীতিশ কুমার জানিয়েছেন, দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য বরাবরই সরব হয়েছে জেডিইউ। আইনশৃঙ্খলা এবং সার্বিক উন্নয়নের জন্য তা একান্ত প্রয়োজন। পাশাপাশি এদিন বিহারের বিশেষ মর্যাদা দাবিও উত্থাপন করেন তিনি।
উল্লেখ করা যেতে পারে আগামী বছর দিল্লিতে বিধানসভা নির্বাচন। দিল্লির বিধানসভা নির্বাচনে লড়তে প্রস্তুতি নিচ্ছে জেডিইউ। দিল্লির পূর্বাচলের বিহারি ভোটের দিকেই নজর রয়েছে নীতিশের। এদিনের কর্মীসভায় তিনি আরও জানিয়েছেন, রাজধানীতে বসবাসকারি বিহারের মানুষ যদি ঠিক করে তারা একদিনের জন্য কাজে যোগ দেবেন না, তবে গোটা দিল্লি স্তব্দ হয়ে যাবে। অন্যদিকে দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়ে বরাবরই সরব থেকেছে আপ নেতা কেজরিওয়াল। এমনকি কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গেও সংঘাতে জড়িয়েছেন তিনি। এবার একই ইস্যুতে সরব নীতিশ।