নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ দিন দুপুরে কৈলাসহর ইউবিআই ব্যাঙ্কের এটিমে থেকে ২০ হাজার টাকা ছিনতাই৷ টাকা উঠাতে সাহায্যের নাম করে টাকা নিয়ে পালায় এক ছিনতাইবাজ৷ হেলমেট পরিহিত থাকায় প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি ছিনতাইবাজকে৷ কৈলাসহর দুর্গাপুর এলাকার বাসিন্দা কৃষ্ণা ভট্টাচার্য কৈলাসহর ইউবিআই ব্যাঙ্কের গ্রাহক৷

উনার ব্যক্তিগত অ্যাকাউন্ট উনি নিজেই পরিচালনা করেন এবং প্রয়োজন অনুসারে টাকা জমা দেওয়া এবং এটিএম থেকে টাকা তুলেন৷ বুধবার বিকাল প্রায় তিনটা নাগাদ উনি শহরের ইউবিআই ব্যাঙ্কের এটিএম কাউন্টারের টাকা তুলতে আসেন৷ এসে দেখেন তিনজন পুরুষ লাইনে দাঁড়িয়ে আছে৷ প্রথম এবং দ্বিতীয় পুরুষ টাকা তুলে চলে যাবার পর বতৃতীয় ব্যক্তিটি মহিলাকে বলে যে আপনি টাকা তুলে নেন৷ কৃষ্ণ দেবি যখন এটিএম কার্ড বের করে আস্তে আস্তে অপারেটিং শুরু করেন তখন এই যুবকটি পেছন থেকে বের যে এভাবে করলে আপনার টাকা উঠবেনা৷ আমি আপনাকে টাকা তুলতে সাহায্য করছি৷ তৎক্ষণাত যুবকটি কৃষ্ণা দেবীর অপারেটিং শুরু করে দেয় এবং এটিএম মেশিন থেকে টাকা বের হওয়ার সাথে সাথেই যুবকটি কুড়ি হাজার টাকা নিয়ে পালিয়ে যায়৷
কৃষ্ণা দেবী যুবকটিকে চিনতে পারেননি৷ কারণ যুবকটির মাথায় ফুল হেলমেট লাগানো ছিল৷ এই ঘটনায় বিস্মিত হয়ে পড়েন কৃষ্ণা দেবী৷ সঙ্গে সঙ্গেই ইউবিআই ব্যাঙ্কের ম্যানেজার এবং কৈলাশহর থানায় তিনি বিষয়টি জানান৷ এভাবে দিন দুপুরে প্রকাশ্যে এটিএম কাউন্টার থেকে টাকা ছিনতাই এর ফলে কৈলাসহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ তবে আশ্চর্যজনক ঘটনা হলো ব্যাঙ্ক কর্তৃপক্ষ কৃষ্ণা দেবীকে সাহায্যের হাত বাড়িয়ে দেননি৷ অপরদিকে কৈলাসহর থানার পুলিশ অভিযোগ পেয়ে ব্যাংকে সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সত্যতা পান৷ তবে পুলিশ এ ক্ষেত্রে দায়সারা মনোভাব দেখায় পুলিশ জানিয়েছেন যে সিসি টিভিতে দেখা গিয়েছে যে যুবকটির মাথায় হেলমেট ছিল তাই তাকে সনাক্তকরণ সম্ভব নয়৷ কিছু করা যাবে না৷ পুলিশর একথা শুনে কৃষ্ণ দেবী হতাশ হয়ে পড়েন৷

