সিপাহীজলা নৌকাঘাটে বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ অক্টোবর৷৷ নিরাপত্তারক্ষীদের মুখে ঝামা ঘষে বাইক নিয়ে চম্পট দিল চোরের দল৷ ঘটনা বৃহস্পতিবার বিকেলে গর্বের সিপাহীজলা নৌকাঘাটের মূল ফটক থেকে৷ বিশালগড় থানাধীন উত্তর চড়িলামের বাসিন্দা নবজিৎ দেবনাথ(২২)৷ তার বন্ধুদের সঙ্গে নিয়ে নিজের পালসার বাইকে করে সিপাহীজলা নৌকাঘাটে আসে৷ যাওয়ার সময় টিআর-০৭ সি-৮৯১২ নাম্বারের বাইকটি জাতীয় সড়ক সংলগ্ণ নৌকাঘাটের সামনে রেখে জলাশয়ের দারে যায়৷

তাদের অভিযোগ সেখানে প্রায় ১৫ মিনিট ঘোরাফেরা করার পর এসে দেখে বাইকটি উধাও৷ মুহুর্তে খবরটি ছড়িয়ে পরে চারদিকে৷ ছুটে আসে অভায়ারণ্যে কর্মরত কর্মী ও নিরাপত্তা রক্ষীরা৷ বাইকটি সন্ধানে নবজিৎ দেবনাথ সহ তার বন্ধুরা বিভিন্ন জায়গায় ছুটে যায়৷ তন্ন তন্ন করে খুজা হয় সিপাহীজলা জঙ্গলেও৷ অনেক খোজাখুজির পর বাইকটি না পেয়ে হতাশ হয়ে বিশালগড় থানার দ্বারস্থ হয় বাইক মালিক নবজিৎ দেবনাথ৷ পুলিশ চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে৷

দিন দুপুরে এই বাইক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে সিপাহীজলা অভয়ারণ্য চত্বরে৷ এর আগে অনেকগুলি বাইক চুরি হয়েছে একই জায়গা থেকে৷ তাছাড়া এই গেইটে নেই কোন নিরাপত্তা রক্ষী৷ সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটক সহ নৌকাঘাট এলাকায় পুলিশি প্রহরায় দাবি জানিয়েছেন৷