BRAKING NEWS

কাশ্মীরে চিরস্থায়ী শান্তির জন্য ৩৭০ ধারা বিলুপ্তি : অমিত শাহ

আহমেদাবাদ, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ৩৭০ ধারা বিলুপ্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের জন্য নিরাপত্তা বাহিনীর যেসব জওয়ান আত্মাবলিদান করেছেন তাঁদের সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার গুজরাটের আহমেদাবাদের র্যা ফের ২৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন অমিত শাহ জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠা লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে করে আর কোনও নিরাপত্তা বাহিনীর জওয়ানকে প্রাণ হারাতে না হয় উপত্যকায়। জনগণ পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচিত করেছিলেন। আর এক মাসের মধ্যেই তিনি  এই ভাল কাজ করে দেখিয়ে দিয়েছেন। সিআরপিএফ সহ আধা-সেনাবাহিনী প্রশংসা করে তিনি জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এবং দেশের উন্নয়নের স্বার্থে যারা ৩৪০০০ জওয়ান শহিদ হয়েছেন। জনগণ এবং সরকারের আশা পূর্ণ করে র্যা ফ কাজ করে চলেছে। র্যা তরফ থেকে অমিত শাহকে গার্ড অফ অনার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *