নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তোলপাড় অবস্থা৷ নির্যাতিতার খোঁজ নিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, শিক্ষা ও আইন মন্ত্রী রতন লাল নাথ এবং মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব৷

আজ সকালে হাপানিয়াস্থিত টি এম সি মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতা মহিলার খোঁজ নিতে যান সাংসদ প্রতিমা ভৌমিক৷ তিনি নির্যাতিতা মহিলাকে সান্তনা দেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন৷ সাথে তিনি মহিলার স্বামীর কাছ থেকে ঘটনার সমস্ত বিবরণ জেনে নেন৷ হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ওই ঘটনার নিন্দা জানানোর ভাষা খোঁজে পাচ্ছি না৷ মানুষ এতটা বর্বর হতে পারেন, তা ভাবলেও শিউরে উঠি৷ তাঁর কথায়, একজন মহিলা হিসেবে ওই নির্যাতিতা গৃহবধূর যন্ত্রনা অনুভব করতে পারছি৷ তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷ সাথে তিনি বলেন, ত্রিপুরা সরকার একজন দোষিকেও রেহাই দেবে না৷ কোন রাজনৈতিক রঙ বিচার না করে গণধর্ষণকারীদের চরম শাস্তির ব্যবস্থা করা হবে, দাবি করেন তিনি৷
এদিকে, আজ সকালে শিক্ষা ও আইন মন্ত্রী রতন লাল নাথও হাসপাতালে গিয়ে ওই নির্যাতিতার খোঁজ নিয়েছেন৷ তিনি বলেন, বর্বরোচিত ওই ঘটনার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না৷ তাঁর কথায়, সভ্য সমাজে এধরণের ঘটনা কোন ভাবেই কাম্য নয়৷ তিনি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ওই নির্যাতিতাকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন৷ সাথে তিনি জানিয়েছেন, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে ওই মামলায় বিচার প্রক্রিয়া হবে৷ একজন দোষীও যেন পার পেয়ে না যান, সেদিকে ত্রিপুরা সরকার নজর রাখবে৷
এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্ত্রী নীতি দেব হাসপাতালে গিয়ে ওই নির্যাতিতার খোঁজ নিয়েছেন৷ তাঁর মনোবল বাড়ানোর পাশাপাশি যে কোন প্রয়োজনে ত্রিপুরা সরকার তাদের পাশে রয়েছে, আস্বস্থ করেছেন নীতি দেব৷ মুখ্যমন্ত্রী বর্তমানে ত্রিপুরার বাইরে রয়েছেন, তাই তাঁর অবর্তমানে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই তিনি এগিয়ে এসেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী জায়া৷

