স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরও দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ সেপ্ঢেম্বর৷৷ জঙ্গলে বাঁশ কুরোল সংগ্রহ করতে গিয়ে নৃশংস ভাবে খুন হয় তের বছরের এক সুকল ছাত্রী৷ তার নাম সিয়ারি ত্রিপুরা৷ বাড়ি রইস্যাবাড়ি থানার অন্তর্গত দেশরায় পাড়া৷ সে রইস্যাবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী৷ ঘটনাটি ঘটে রবিবার দুপুর দুইটা নাগাদ৷


এই সময় সিয়ারি ত্রিপুরা তার গ্রামের কর্কচান ত্রিপুরা (নয় বছর), জিনেশ ত্রিপুরা (সাত বছব), এই তিন জন মিলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ভারত-বাংলা বর্ডার সংলগ্ণ একটা জঙ্গলে বাঁশ কুরোল সংগ্রহ করতে যায়৷ তখন তাদের গ্রামেরই সিপলজয় ত্রিপুরা নামের তেইশ বছরের এক যুবক এই জঙ্গলেই গরু ছড়াতে যায়৷ একটা সময় ঙঠাৎ সপলজয় তাদের কাছে ছুটে গিয়ে তাদের কাছ থেকেই দা কেড়ে নিয়ে তাদের গায়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে৷


এতে করে ঘটনা স্থলেই সিয়ারি ত্রিপুরার মৃত্যু ঘটে৷ আর বাকি দুজন গুরুতর আহত অবস্থায় পালিয়ে আসে৷ তাদের রইস্যাবাড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে আসলে তাদের অবস্থা গুরুতর হওয়ার দরুন গন্ডাছড়া মহকুমা হাসপাতালে রেফার করা হয়৷ মহকুমা হাসপাতালের চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা করে গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেয়৷ এর মধ্যে কর্কজয় ত্রিপুরার অবস্থা আশঙ্কা জনক বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ এই ঘটনায় অভিযুক্ত সিপলজয় ত্রিপুরা ঘটনার পর পরই বাংলাদেশে পালিয়ে গেছে বলে একটা সূত্রে থেকে জানা গেছে৷ রইস্যাবাড়ি থানার পুলিশ এই ব্যাপারে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷ এই ঘটনায় রইস্যাবাড়ি এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে৷