নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ কর্মীদের মারধর, প্রচারসজ্জা নষ্ট করা এবং পোলিং এজেন্টদের হুমকি দেওয়ার প্রতিবাদে আজ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে অবরোধ করেছে সিপিএম ও কংগ্রেস৷ সিপিএমের পক্ষ থেকে দুষৃকতকারীদের নাম উল্লেখ করে থানায় অভিযোগও করা হয়েছে৷ পুলিশের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেছে সিপিএম ও কংগ্রেস৷ এদিকে ভোট সন্ত্রাস নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে সিপিএম৷

প্রসঙ্গত, বাধারঘাট কেন্দ্রে উপনির্বাচনকে ঘিরে গতকাল রাত থেকে সন্ত্রাসের অভিযোগ এনেছে সিপিএম ও কংগ্রেস৷ মূলত, শাসক দল বিজেপির দিকেই সন্ত্রাসের অভিযোগ তুলেছেন বিরোধীরা৷ রবিবার সকালেও বিরোধী দলের প্রচারসজ্জা নষ্ট এবং বুথ কেন্দ্রের ২০০ মিটার দূরত্বে বুথ অফিসে সিপিএম কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ এরই প্রতিবাদে আজ আগরতলা-সাব্রুম সড়ক অবরোধ করেছে সিপিএম৷
এ-বিষয়ে বামফ্রন্ট প্রার্থী বুল্টি বিশ্বাস বলেন, উপনির্বাচনকে ঘিরে সন্ত্রাসের সাহায্য নেবে বিজেপি সেই আশঙ্কা আগেই হয়েছিল আমাদের৷ তিনি জানান, গতকাল রাতে সিপিএম সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছে বিজেপি আশ্রিত দুষৃকতকারীরা৷ আজ সকালে সিপিএমের প্রচারসজ্জা নষ্ট করে দিয়েছে তারা৷ তাঁর দাবি, বৈষ্ণবটিলা এলাকায় সবচেয়ে বেশি সন্ত্রাস করেছে বিজেপির দুষৃকতীরা৷ এরই প্রতিবাদে আজ আমরা আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেছি, বলেন তিনি৷
এদিন সকল সোয়া এগারোটা নাগাদ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অধীন সিদ্ধি আশ্রম এলাকায় সিপিএমের প্রার্থী-সহ দলের কর্মী ও সমর্থকরা অবরোধে বসেন৷ এই অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ খবর পেয়ে আমতলি থানার পুলিশ অবরোধস্থলে ছুটে যায়৷ পুলিশ দেখে অবরোধকারীরা ক্ষোভে ফেটে পড়েন৷ অবশ্য পুলিশ তাঁদের আশ্বাস দেন পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করা হবে৷ শুধু তা-ই নয়, সিপিএমের পোলিং এজেন্টদেরও প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে৷
সিপিএমের পক্ষ থেকে আমতলি থানায় দুষৃকতকারীদের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে৷ তাদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়েছে সিপিএম৷ আমতলি থানার ওসি সুব্রত চক্রবর্তী সিপিএমের প্রার্থী এবং দলের শীর্ষ নেতৃত্বদের আশ্বাস দেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে প্রায় দেড় ঘণ্টা পর জাতীয় সড়ক অবরোধমুক্ত হয়েছে৷
এদিকে একই অভিযোগ এনে কংগ্রেস প্রায় একই সময়ে আগরতলা রেল স্টেশন সংলগ্ণ স্থানে অবরোধ করে৷ কংগ্রেস প্রার্থী রতন দাসের নেতৃত্বে ওই অবরোধ সংগঠিত হয়েছে৷ এদিন কংগ্রেস প্রার্থী রতন দাস অভিযোগ করেন, সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর টহল দেখা যাচ্ছে না বাধারঘাট বিধানসভা কেন্দ্রে৷ তিনি আরও বলেন, গতকাল থেকে কংগ্রেস সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে৷ উপনির্বাচনকে ঘিরে ভয়ের পরিবেশ কায়েম করতে চাইছে শাসক দল বিজেপি৷ তাঁর দাবি, নির্বাচনকে প্রহসনে পরিণত করার পুরো ছক এঁকে নিয়েছে৷ কিন্তু নির্বাচনে ভোটাররা এর যোগ্য জবাব দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন৷ তিনি জানান, ভোট-সন্ত্রাসের প্রতিবাদে আজ কংগ্রেস অবরোধ করেছে৷
এই খবর পেয়ে আমতলি থানার পুলিশ অবরোধস্থলে ছুটে যান এবং অবরোধকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় কংগ্রেস৷
এদিকে, সিপিএম এবং কংগ্রেস প্রার্থী দলবল নিয়ে একত্রিত হয়ে বাধারঘাট কেন্দ্রের ভোটারদের সাথে দেখা করেন এবং তাঁদের অভয় দেন৷ ভোট-সন্ত্রাস প্রতিহত করে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা৷
অন্যদিকে সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাস ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে ভোট-সন্ত্রাসের নালিশ জানিয়েছেন৷ তিনি এক চিঠিতে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে নির্বিঘ্নে ভোট পর্ব সম্পন্ন করার দাবি জানিয়েছেন৷

