
ওয়াশিংটন, ২০ সেপ্টেম্বর (হি.স.): ফের গুলি চলল ওয়াশিংটনের রাস্তায়। এবার ঘটনাস্থল হোয়াইট হাউস থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে, কলাম্বিয়া হাইটসের কলাম্বিয়া রোড এন ডাব্লিউ। আমেরিকার সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাত দশটার পরই ওয়াশিংটনের রাস্তায় এলোপাথাড়ি গুলির শব্দ শোনা যায়। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন একজন। এছাড়াও আরও ৫ জন জখম হয়েছেন।
ওয়াশিংটন ডিসি পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাত দশটার পরই কলাম্বিয়া হাইটসের কলাম্বিয়া রোড এন ডাব্লিউ-তে এলোপাথাড়ি গুলি চলতে থাকে। নির্বিচারে গুলি চালাতে থাকে বন্দুকবাজ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও আরও ৫ জন জখম হয়েছেন। জখম অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আততায়ী গ্রেফতার হয়েছে কি না, তা এখনও পর্যন্ত জানা জায়নি।

