বাধারঘাট উপনির্বাচনে ইতিহাস তৈরির ডাক বিপ্লব ও মানিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইতিহাস তৈরির ডাক দিল শাসক বিজেপি ও বিরোধী দল সিপিএম৷ ভোটের প্রচারে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার বলেন, ২০১৮ বিধানসভা নির্বাচনের তুলনায় অধিক ভোটার ব্যবধানে বিজেপিকে জয়ী করে ইতিহাস তৈরি করুণ৷ অন্যদিকে, বামফ্রন্ট প্রার্থীর প্রচারে সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপি জোট সরকারের তীব্র সমালোচনা করেন এবং গত বিধানসভা নির্বাচনে বিজেপির ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি পূরণ না করার বিষয়গুলি তুলে বক্তব্য রাখতে গিয়ে বাধারঘাট কেন্দ্রের উপ নির্বাচনে এই কেন্দ্রের ভোটাররা যাতে বাম প্রার্থীকে জয়ী করে নতুন করে ইতিহাস সৃষ্টি করেন৷


বাধারঘাট কেন্দ্রে উপনির্বাচনে প্রচারে ঝড় তুললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ভোটারদের উদ্দেশ্যে তাঁর আহ্বান, বাধারঘাট কেন্দ্রে পদ্মফুল আবারো ফুটিয়ে তুলুন, নির্বাচনে ইতিহাস তৈরি করুণ৷


এদিন বিপ্লব কুমার দেব সকাল থেকেই বিজেপি প্রার্থী মিমি মজুমদারকে নিয়ে রোড শো করেন৷ এরপর তিনি একাধিক পথসভায় ভাষণ দিয়েছেন৷ প্রচারে বিপুল সমর্থন লক্ষ্য করা গিয়েছে৷
বিপ্লববাবু বলেন, ২০১৮ বিধানসভা নির্বাচনে ত্রিপুরাবাসী দুই হাত তুলে বিজেপিকে আশীর্বাদ দিয়েছেন৷ তাই, ত্রিপুরায় দীর্ঘ বাম শাসনের অবসান সম্ভব হয়েছিল৷ তাঁর কথায়, প্রয়াত দিলীপ সরকারের স্বপ্ণকে বাস্তবায়নে বিজেপি প্রার্থীর বিজয়ী হওয়া খুব জরুরি৷ তাঁর দাবি, বিজেপি উপনির্বাচনে জয়ী হলে বাধারঘাট কেন্দ্রে উন্নয়নের ধারা বজায় থাকবে৷


এদিন তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, উপনির্বাচনে আবারো পদ্মফুল ফুটিয়ে তুলুন৷ ২০১৮ বিধানসভা নির্বাচনের তুলনায় অধিক ভোটার ব্যবধানে বিজেপিকে জয়ী করে ইতিহাস তৈরি করুণ৷ এদিন তিনি উপনির্বাচনে বিজেপির যায় নিশ্চিত বলে দাবি করেছেন৷ উন্নয়নের ধারা বজায় থাকবে৷
এদিন তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, উপনির্বাচনে আবারো পদ্মফুল ফুটিয়ে তুলুন৷ ২০১৮ বিধানসভা নির্বাচনের তুলনায় অধিক ভোটার ব্যবধানে বিজেপিকে জয়ী করে ইতিহাস তৈরি করুণ৷ এদিন তিনি উপনির্বাচনে বিজেপির যায় নিশ্চিত বলে দাবি করেছেন৷


এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জোট সরকারের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন, গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রত্যেক প্রবিারে সরকারী চাকুরী দেওয়া হবে৷ ষাট হাজার শূণ্যপদ পূরণ করা হবে৷ কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন ভাতা দেওয়া হবে৷ বিভিন্ন সামাজিক ভাতার টাকার পরিমাণ বাড়ানো হবে৷ কিন্তু, এসব প্রতিশ্রুতি বাস্তবের মাটি পায়নি৷

সরকারী চাকুরী দেওয়া হচ্ছে না৷ কর্মচারীদের সাথেও প্রতারণা করা হয়েছে৷ তাছাড়া অনেক সামাজিক ভাতা বন্ধ হয়ে রয়েছে৷ বেকার যুবক যুবতীদের পানের দোকান, গাভী পালন ইত্যাদির পরামর্শ দিচ্ছে জোট সরকার৷ তাই এই উপনির্বাচনে জনগণ যাতে বিজেপি জোট সরকারে অসত্য প্রতিশ্রুতির প্রতিবাদ জানিয়ে বামফ্রন্ট সমর্থীত সিপিএম প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে নতুন ইতিহাস রচনা করেন তার আহ্বান জানিয়েছেন মানিক সরকার৷