দিল্লিতে ট্রাকে ধাক্কা অ্যাম্বুলেন্সের : চিকিৎসক-সহ মৃত্যু দু’জনের, গুরুতর আহত ৪ জন

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): প্রচন্ড গতিতে ছুটে চলেছে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের আরোহী রোগী, একজন চিকিৎসক ও রোগীর পরিবারের সদস্যরা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারল অ্যাম্বুলেন্সটি। দুর্ঘটনায় প্রাণ হারালেন চিকিৎসক-সহ দু’জন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি-নয়ডা ডিরেক্ট টোল প্লাজার কাছে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার দিল্লি-নয়ডা ডিরেক্ট (ডিএনডি) টোল প্লাজার কাছে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের, তাঁদের মধ্যে একজন পেশায় চিকিৎসক। ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুলেন্সটি, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।