BRAKING NEWS

পর্যটন যেন তীর্থযাত্রা পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, হিন্দুস্থান সমাচার-এর অনুষ্ঠানে বার্তা যোগী আদিত্যনাথের

লখনউ, ২০ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশ খুবই সমৃদ্ধ, কিন্তু ওই সমৃদ্ধিকে সমাজের সম্মুখে নিয়ে আসার জন্য সংবাদহীনতা এবং দূরদর্শিতার অভাব রয়েছে| এই লক্ষ্যে ব্যাপক উদ্যোগের প্রয়োজন ছিল, যা আদতে হয়নি| পর্যটন প্রচারের স্বার্থে মহত্ উদ্যোগ নিয়েছে বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার| এ জন্য হিন্দুস্থান সমাচারকে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চাই এবং আশা করছি হিন্দুস্থান সমাচার-এর এই প্রয়াসের সুফল মিলবে| বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার-এর উদ্যোগে, শুক্রবার লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত হয় উত্তর প্রদেশ বিকাশ সংবাদ-২ ‘তীর্থযাত্রা-পর্যটন ও আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক অনুষ্ঠান| এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ|

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘পরিবর্তনের জন্য মানসিকভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে| নীরব থেকে আমরা কখনই পরিবর্তন আনতে পারব না| এই পরিস্থিতি কাটিয়ে এগিয়ে যেতে হবে আমাদের| মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, উত্তর প্রদেশে কৃষি ও পর্যটন ক্ষেত্র সর্বাধিক উর্বর এবং জলের সম্পদে পরিপূর্ণ| উভয় ক্ষেত্রেই অপরিমেয় প্রগতির সম্ভাবনা রয়েছে| মুখ্যমন্ত্রী আরও বলেছেন, আমাদের কাছে অযোধ্যা, মথুরা, কাশী, বৃন্দাবন, নৈমিষের মতো বড় তীর্থস্থান ও ধর্মীয় পর্যটনস্থল রয়েছে| পর্যটনকে শুধুমাত্র আধ্যত্মিকতার মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং ঐতিহ্য, বন্যজীবন পর্যন্ত প্রসার ও জীবিকার সঙ্গে যুক্ত করা উচিত| উত্তর প্রদেশে পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে| পর্যটনকে তীর্থযাত্রা পর্যন্ত সীমাবদ্ধ না রেখে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত|

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, অযোধ্যায় আগে দীপাবলির সময় শস্ত্রপুজো প্রভৃতি করা হতো| কিন্তু, আমাদের সরকার সাধু-সন্তদের সঙ্গে কথা বলে সম্মিলিতভাবে উত্সব উদযাপনের ঐতিহ্য শুরু করেছে| দীপোত্সব এখন অযোধ্যার সঙ্গে জড়িত| পরিকল্পনা এবং সহযোগিতার দ্বারাই পর্যটনের ক্ষেত্রে নতুন দিশা দেওয়া যেতে পারে|

কুম্ভে আগত ২৪ কোটি পুন্যার্থী নিরাপদেই বাড়িতে পৌঁছেছেন

প্রয়াগরাজের কুম্ভ সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, এলাহাবাদের নাম বদলে আমরা প্রয়াগরাজ করেছি এবং অর্ধ কুম্ভের নাম বদলে কুম্ভ| ৪৮ দিনে ২৪ কোটি পুন্যার্থী প্রয়াগরাজে পৌঁছেছিলেন| আগে প্রয়াগরাজে কুম্ভ মানেই হুড়োমুড়ি ও মৃত্যু হতো, কিন্তু এবারের কুম্ভ প্রমাণ করে দিয়েছে, এখানে যাঁরা আসবে নিরাপদেই বাড়ি ফিরতে পারবে তাঁরা| ঈশ্বরের উপাসনা মানে এই নয় যে কুম্ভে গিয়ে প্রাণ হারাবেন, বরং বাড়ি ফিরে যাওয়ার পর নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করবেন| স্বচ্ছতা আদর্শ প্রতিষ্ঠা করেছে প্রয়াগরাজের কুম্ভ|

সুযোগ-সুবিধার অভাবে পর্যটকরা আগে থাকতেন না

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, উত্তর প্রদেশে উন্নয়নের সম্ভাবনা আগে থেকেই রয়েছে| মথুরা, বৃন্দাবন, বরসানা, গোকুল, বলদেব প্রভৃতি ধর্মীয় স্থানের উন্নয়নের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, এখানে আগত পর্যটকরা তীর্থযাত্রার পরেই জয়পুরে চলে যেতেন, ফলে উত্তর প্রদেশের কোনও লাভ হত না, যা আসলে প্রাপ্য ছিল| সরকার ভালো গাইড রাখছে, যাঁরা আমাদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যকে মানুষের কাছে ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে|

সংকীর্ণ রাস্তা নয়, প্রশস্ত রাস্তা দিয়েই কাশী বিশ্বনাথ দর্শন

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ১৯১৬ সালে কাশীতে এসেছিলেন মহাত্মা গান্ধী, তখন সেখানকার সংকীর্ণ রাস্তা ও নোংরার প্রেক্ষিতে বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি| গান্ধীজীর বিরক্তির ১০০ বছর পরও রাস্তাগুলি প্রশস্ত করা হয়নি, নোংরাও পরিষ্কার করা হয়নি| আমাদের সরকার এই লক্ষ্যে কাজ করে চলেছে| এখন কাশীতে পাঁচ ফুটের সংকীর্ণ রাস্তা নয়, একশো ফুটের প্রশস্ত রাস্তা তৈরি হয়েছে| ইকো-ট্যুরিজমের উন্নয়নের উপরও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| সবশেষে মুখ্যমন্ত্রীর উপদেশ, পর্যটনকে তীর্থযাত্রা পর্যন্ত সীমাবদ্ধ না রেখে, আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষিত করতে হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *