
নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) আম আদমি পার্টির প্রাক্তন নেত্রী অলকা লাম্বার বিধায়ক পদ খারিজ করে দিলেন দিল্লি বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েল। দলত্যাগী আইন প্রয়োগ করে এই নির্দেশ দেয় বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েল।
আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মতানৈক্যের জেরে দলত্যাগ করেন অলকা লাম্বা। সম্প্রতি তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। এরপরেই অলকা লাম্বার বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে পিটিশন দায়ের করেন আম আদমি পার্টির বিধায়ক সৌরভ ভরদ্বাজ।
উল্লেখ করা যেতে পারে দিল্লির চাঁদনি চক বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন অলকা লাম্বা। বিধায়ক পদ বাতিল হওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে অলকা লাম্বা লেখেন, ক্ষমতার ঔদ্ধত্য বেশি চলবে না। কেজরিওয়ালকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ট্যুইট বার্তায় অলকা লাম্বা লিখেছেন, আম আদমি পার্টির মধ্যে কোনও গণতন্ত্র নেই। মানুষ এর জবাব দেবে।

