ত্রিপুরায় বিমান পরিষেবা চালু করতে চলেছে এয়ার এশিয়া

আগরতলা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : সম্ভবত ২০ অক্টোবর থেকে ত্রিপুরায় এয়ার এশিয়া বিমান পরিষেবা শুরু করতে চলেছে। সে-মোতাবেক ওই বিমান সংস্থা প্রস্তুতিও শুরু করে দিয়েছে। আগরতলা এমবিবি বিমান বন্দর থেকে প্রতিদিন কলকাতা এবং সপ্তাহে সীমিত কয়েকদিন গুয়াহাটি এবং ইমফলে এয়ার এশিয়া বিমান পরিষেবা শুরু হতে চলেছে। এ-বিষয়ে আগরতলা এমবিবি বিমান বন্দরের অধিকর্তা বলেন, এয়ার এশিয়া আগরতলা থেকে বিমান পরিষেবা চালু করার আগ্রহ প্রকাশ করেছে। জানতে পেরেছি, ওই সংস্থা ২০ অক্টোবর থেকে পরিষেবা শুরু করতে পারে।

ত্রিপুরায় আপাতত ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা দিচ্ছে। স্পাইসজেট বিমান পরিষেবা প্রত্যাহার করে নেওয়ার পর নতুন বিমান সংস্থা ত্রিপুরায় পরিষেবা চালু করুক, ত্রিপুরা সরকার সে-বিষয়ে দীর্ঘ সময় ধরে দরবার করছে। কারণ, প্রায়ই বিমানের টিকেটের চড়া দামের জন্য যাত্রীদের সমস্যায় পড়তে হয়।

সম্প্রতি, এয়ার এশিয়া ত্রিপুরায় কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়ে ইন্টারভিউ নিয়েছে। আগরতলা এমবিবি বিমান বন্দরে গ্রাউন্ড স্টাফ থেকে শুরু করে বুকিং এবং অন্যান্য কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ওই বিমান সংস্থা। স্বাভাবিকভাবেই, নতুন বিমান সংস্থা আগরতলায় পরিষেবা শুরু করতে চলেছে, সেই আশার আলো দেখা দিয়েছে।

অবশ্য, ওই বিমান সংস্থার তরফে আগরতলা সেক্টরে বিমান পরিষেবা চালু করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেওয়া হয় নি। এখনো, আগরতলা সেক্টরে বিমানের টিকিটের বুকিংও শুরু হয়নি। সূত্রের দাবি, এয়ার এশিয়া কর্তৃপক্ষ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া-কে চিঠি দিয়ে আগরতলা সেক্টরে পরিষেবা চালু করার আগ্রহ প্রকাশ করেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকেও তারা অনুমতি চেয়েছে। ফলে, আগরতলা থেকে এয়ার এশিয়া বিমান পরিষেবা চালু করার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে।

সূত্রের দাবি, আগরতলা-কলকাতা রুটের উভয়দিকে প্রতিদিন এয়ার এশিয়া দুইটি এয়ারবাস চালানোর পরিকল্পনা করছে। তেমনি, আগরতলা-গুয়াহাটি রুটে সপ্তাহে চারদিন একটি করে এবং আগরতলা-ইমফল রুটে সপ্তাহে দুইদিন একটি করে এয়ারবাস চালানোর পরিকল্পনা রয়েছে ওই সংস্থার।

উত্তর পূর্বাঞ্চলে গুয়াহাটি এবং ইমফলে এয়ার এশিয়া বিমান পরিষেবা দিচ্ছে। ত্রিপুরায় ওই সংস্থার বিমান পরিষেবা শুরু হলে রাজ্যের বিমান যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।