কর্তব্যে গাফিলতির জন্য মনুবাজার থানার ওসি সহ তিন পুলিশ কর্মীকে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর ৷৷ কর্তব্যে গাফিলতির জন্য মনুবাজার থানার ওসি সহ তিন পুলিশ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে পুলিশ একাউন্টিবিলিটি কমিশন৷ খুনের ঘটনায় মামলা নথিভুক্ত না করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে৷


গত ৩০ আগস্ট মনুবাজার থানাধীন মাগুরছড়ায় নিজ বাড়িতে রঞ্জিত দেবনাথের স্ত্রী ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়৷ ওই ঘটনায় তদন্তকারী অফিসার মনুবাজার থানার সাব ইনপেক্টর কালীপদ মামলা নিতে অস্বীকার করেন৷ ওই গৃহবধূর স্বামী রঞ্জিত দেবনাথ তার ভাই ও ভাতৃবধূর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন৷ রঞ্জিতবাবু মনুবাজার থানায় গিয়ে ওসি সমীর দেববর্মাকেও বিষয়টি জানিয়ে মামলা নথিভুক্ত করার অনুরোধ করেছিলেন৷ কিন্তু, সাব ইন্সপেক্টর কালীপদরই মতই ওসি সমীর দেববর্মাও মামলা নিতে অসস্বীকার করেন৷ এদিকে, গত ১ সেপ্ঢেম্বর রঞ্জিত বাবু পুনরায় থানায় গিয়ে মামলা নথিভুক্ত করার অনুরোধ জানান৷

তখনও ওই মামলা নেয়নি মনুবাজার থানা৷ তাতে, তিনি সাব্রুমের এসডিপিও সাথে দেখা করে সমস্ত বিষয় জানান৷ তখন সাব্রুমের এসডিপিও মনুবাজার থানার ওসিকে ওই মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন৷ কিন্তু, পরবর্তী সময়ে ওই মামলা সম্পর্কে খোঁজ নিতে গেলে মনুবাজার থানার ওসি সহ সাব ইন্সপেক্টর কালীপদ এবং আরেকজন পুলিশ কর্মী ওই ঘটনায় তদন্ত করা সম্ভব নয় বলে জানান৷ তাদের দাবি, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন৷


এই ঘটনায় নিয়ে পুলিশ একাউন্টিবিলি কমিশন মনুবাজার থানার ওসি এবং অন্য দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গাফিলতির প্রমাণ পেয়েছে৷ কারণ, সাব্রুমের এসডিপিও এবং দক্ষিণ জেলার পুলিশ সুপারের নির্দেশেও তারা মামলা নিয়ে তদন্ত করেনি৷ ওই তিন পুলিশ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ জারি হওয়ার ৭ দিনের মধ্যে জবাব দিতে পুলিশ একাউন্টিবিলি কমিশন নির্দেশ দিয়েছে৷